জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দেশ হোক কিংবা ক্লাব ফুটবল, গত ১৬ বছর ধরে ৯০ মিনিটের একে আর একজনের প্রবল প্রতিদ্বন্দ্বী। লিওনেল মেসি (Lionel Messi) পাঁচটি ব্যালন ডি'ওর (Ballon d'Or) জিতেছেন। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) তিনটি ব্যালন ডি'ওর। তবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এক জায়গায় দারুণ মিল। ভাগ্যের ফের-ও বলতে পারেন। দু'জনেই এখনও বিশ্বকাপ (World Cup) জয়ের স্বাদ পায়নি। এরমধ্যে আবার দুই জীবন্ত কিংবদন্তির এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ) (FIFA World Cup 2022। এমন প্রেক্ষাপটে কাতারের মহারণে নামার আগে ফের একবার একফ্রেমে 'এল এম টেন' (LM 10) এবং 'সি আর সেভেন' (CR 7)। কাপ যুদ্ধের আগে এক বিজ্ঞাপনে একফ্রেমে ধরা দিলেন দুই মহাতারকা। দাবার বোর্ডে (Chessboard) একে অন্যের বিপরীতে বসে দুজন। দু'জনেরই চোখ বোর্ডের দিকে। স্বভাবতই আর্জেন্টিনা (Argentina) ও পর্তুগালের (Portugal) মহাতারকার সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা সময় এল ক্লাসিকো-তে দুই মহাতারকা বহুবার মুখোমুখি হয়েছেন। দু'জনের সাক্ষাতের জন্য এল ক্লাসিকোর মান বেড়ে গিয়েছিল। লা লিগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। মেসি বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাস হয়ে ফের একবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি চাপিয়েছেন। সেই ম্যান ইউ-র সঙ্গেও সম্পর্ক খারাপের দিকে রোনাল্ডোর। তবে তাই বলে মেসির প্রতি তাঁর সম্মান এতটুকু কমেনি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)