জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম সেমি ফাইনালের আগে আর্জেন্টিনা (Argentina) শিবিরে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক) চূড়ান্ত ফলাফল যাই হোক, লিওনেল মেসি (Lionel Messi) কি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন? দুই) লুকা মদ্রিচদের (Luka Modric) বিরুদ্ধে অস্তিত্বরক্ষার ম্যাচে কি প্রথম থেকেই মাঠে নামবেন অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)? 'ডু অর ডাই' ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে দুটি প্রশ্নের জবাব দিলেন নীল-সাদা বাহিনীর হেড কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপ শুরুর আগেই মেসি বলে রেখেছেন, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী মেসি কি সেই সিদ্ধান্ত পাল্টাবেন? স্কালোনি সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা তো মেসিকে খেলতে দেখতেই চাই। এবার দেখা যাক সে মেসি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যায় কি না। মেসি নিজের খেলা উপভোগ করতে পারছে কিনা সেটাই আসল ব্যাপার। আমাদের সঙ্গে গোটা ফুটবল দুনিয়া ওকে খেলতে দেখতে চায়।' 


চলতি কাতার বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতায় চারবার সেমি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একবারও হারের মুখ দেখেনি  আলবেসেলেস্তেরা। ১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। তবে এবার যেহেতু সামনে ক্রোয়েশিয়া, তাই স্কালোনি বাড়তি সাবধানী। জানালেন, 'গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।' 



আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: বদলার মেজাজে থাকা মেসির আর্জেন্টিনাকে 'ভয়' পাচ্ছেন ক্রোয়েশিয়ার কোচ জাল্টকো দালিচ


আরও পড়ুন: FIFA World Cup 2022: আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করা ড্যানিয়েল ওরসাতো সেমিতে মেসি-মদ্রিচদের সামলাবেন, দেখে নিন বায়োডেটা


এদিকে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা দিয়ে সেমির মঞ্চে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ডাচদুর্গ ভেদ করেছে আলবিসেলেস্তেরা। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়েছে মেসির দল। তবে ম্যাচটিতে হলুড কার্ডের ছড়াছড়িতে সেমি ফাইনালের লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টিনা। 


ডাচদের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে একমাত্র হলুদ কার্ড দেখেন রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর একটি হলুদ কার্ড দেখায় সেমি ফাইনালে খেলতে পারবেন না। দুই হলুদ কার্ডের কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না খেলা হবে না মার্কোস মার্কোস অ্যাকুনাও। 


গ্রুপ পর্বে পোল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন স্ট্রাইকার ডি মারিয়া। খেলতে পারেননি সুপার সিক্সটিনের ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম একাদশে না থাকলেও শেষদিকে ১০ মিনিটের মতো খেলেছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কি তাঁকে শুরু থেকে নামিয়ে দেবেন স্কালোনি? তিনি বলেন, 'রড্রিগো ডি পল ও ডি মারিয়া এখন ভালো আছে। ওরা দু'জনেই পুরো ফিট। তবে কে কত মিনিট মাঠে থাকবে কিংবা থাকবে কি না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।' 


তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দলের সঙ্গে অনুশীলন করছেন ডি মারিয়া। আর্জেন্টাইন কোচের ভাবনাতেও আছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। তবে ম্যাচের আগে পুরোপুরি ফিট না হলে স্কালোনিকে বিকল্প পথে হাঁটতে হবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)