Neymar, FIFA World Cup 2022: অবসরের ইঙ্গিত দিলেন নেইমার, ব্রাজিলের বিদায়ের পরেই ইস্তফা দিলেন তিতে
অবসরের কথা শোনালেও তিতে-কে বেশ কয়েকবার চোখা চোখা প্রশ্নের বাউন্সার হজম করতে হল। ১০৫ মিনিটে নেইমার গোল করার পর কেন ১১৭ মিনিটে গোল হজম করতে হল? কেন শেষ দিকে রক্ষণের উপর জোর দেওয়া হয়নি? নেইমার দলের সেরা শুটার হলেও তাঁকে টাইব্রেকারের সময় পাঁচ নম্বরে রাখা হয়েছিল?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হেক্সা অভিযান শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে হেরে বিদায় নিতেই ব্রাজিল (Brazil) কোচের দায়িত্ব ছাড়লেন তিতে (Tite)। একইসঙ্গে দেশের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করে দিলেন নেইমার (Neymar Jr)। তাঁকে নাকি আর ব্রাজিলের হয়ে খেলতে নাও দেখা যেতে পারে। এমন ইঙ্গিতই দিয়ে রাখলেন সেলেকাওদের নাম্বার টেন।
ম্যাচের শেষে নেইমার বলেন, 'গোটা বিষয়টা দুঃস্বপ্নের মতো। এখনও বুঝতে পারছি না কীভাবে সব তালগোল পাকিয়ে গেল। হারের ক্ষতটা দীর্ঘদিন থেকে যাবে। তবে এটা ফুটবল। এখানে এগুলো হতেই পারে। বাড়ি ফিরে কাঁদব। দুঃখটা ভুলতে অনেকদিন সময় লাগবে। আমার মনে হয়, জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছি না আর খেলবই না। তবে এটাও ঠিক, দলে অনেক নতুন ছেলে চলে এসেছে। আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।'
এক বছর আগেই তাঁর উপর তৈরি হওয়া এক তথ্যচিত্রে জানিয়ে দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের সময় তিনি মানসিক দিক থেকে আর হয়তো তরতাজা থাকবেন না। কাতার আসার আগে টিভি গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারেও সেটা মনে করিয়েছিলেন। জীবনের গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত তিনি নেন, তার আগে বাবা নেইমার স্যান্টোস সিনিয়রের সঙ্গে আলোচনা করতে ভোলেন না। এবারও এর অন্যথা হয়নি।
আরও পড়ুন: Neymar, FIFA World Cup 2022: পেলে-কে ছুঁয়ে ফেললেও, কাপ যুদ্ধ থেকে চোখের জলে নেইমারের বিদায়
এদিকে ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসেই তিতে বলে দেন, 'আমার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। দায়িত্ব ছাড়ছি।' এরপরই মনে করিয়ে দেন বছরের শুরুতেই করা নিজের ভবিষ্যৎবাণী। ফের বলেন, 'ফেব্রুয়ারিতেই বলে দিয়েছিলাম বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকব না। আমি এক কথার মানুষ।'
তবে অবসরের কথা শোনালেও তিতে-কে বেশ কয়েকবার চোখা চোখা প্রশ্নের বাউন্সার হজম করতে হল। ১০৫ মিনিটে নেইমার গোল করার পর কেন ১১৭ মিনিটে গোল হজম করতে হল? কেন শেষ দিকে রক্ষণের উপর জোর দেওয়া হয়নি? নেইমার দলের সেরা শুটার হলেও তাঁকে টাইব্রেকারের সময় পাঁচ নম্বরে রাখা হয়েছিল? এমন প্রশ্ন উড়ে এসেছিল তিতে-র কাছে। তিনি নিজের মতো সাফাই দিলেন। তবে এতে লাভ তো কিছুই নেই। কারণ ব্রাজিল যে বিশ্বকাপ থেকে ফের একবার ছিটকে গেল। পাঁচবারের বিশ্বজয়ী ঘাড়ে গত ২০ বছর ধরে চেপে বসা 'ভূত' এখনও নামল না। ২০০৬ থেকে ২০২২, প্রতিবার ইউরোপের দলগুলোর কাছে নক আউট পর্বে হেরে এক লজ্জার রেকর্ড গড়ল সেলেকাওরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)