জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে চলতি কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রি কোয়ার্টার ফাইনালে নামবে পর্তুগাল (Portugal)। সেই মহা ম্যাচের আগে পর্তুগাল (Portugal) শিবিরে তীব্র অশান্তি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের হেড কোচ ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos)। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে রোনাল্ডোর আচরণে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন পর্তুগালের কোচ। সাংবাদিক বৈঠকে এসে স্যান্টোস জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁর একেবারেই ভালো লাগেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোকে মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন কোচ। 'সিআর সেভেন'-এর (CR 7) জায়গায় মাঠে নামানো হয় আন্দ্রে সিলভাকে। মেজাজ হারিয়ে মুখে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। সেই সময় দক্ষিণ কোরিয়ার এক ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। কোরিয়ার ফুটবলার তাঁকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরতে বলেন। তখনই রেগে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন তিনি। 



আরও পড়ুন: FIFA World Cup 2022, BRA vs KOR: হলুদ সাম্বা ঝড়ে গোলের উৎসব, 'রেড ড্রাগন'-দের হেলায় উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল


আরও পড়ুন: FIFA World Cup 2022, JPN vs CRO: টাইব্রেকারে ডমিনিক লিভাকোভিচের হ্যাটট্রিক সেভ! সূর্যোদয়ের দেশকে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া


সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে রোনাল্ডো প্রসঙ্গ উঠতেই মাথা গরম করে ফেললেন স্যান্টোস। স্যান্টোস বলেন, 'ওর ব্যবহার একেবারেই ভালো তবে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া হয়েছে। তাই এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে চাই না। আপাতত নক আউট ম্যাচে মন দিতে চাই।' 


এমনিতেই চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই পর্তুগালের অধিনায়ক। এরসঙ্গে যোগ হয়েছে তাঁর প্লে-অ্যাক্টিং! সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডো যেন প্রথম থেকে শুরু না করেন! ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ চাইছেন এমনটাই। মাত্র ৩০ শতাংশ নেটিজেনদেরই সম্পূর্ণ আস্থা পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ওপর। এমনটাই সমীক্ষার রিপোর্ট 'এ বোলা'র। তবে সেইসব নিয়ে মাথা ঘামাতে চান না স্যান্টোস। কিন্তু প্রথম একাদশে কারা থাকতে পারেন, সেই বিষয়ে সামান্য আন্দাজটুকুও দেননি পর্তুগাল কোচ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কী ফর্মেশনে নামবে পর্তুগাল, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)