জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার (South American 2026 World Cup Qualifier) বাছাইপর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। কনমেবল ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে। ইকুয়েডরের (Ecuador) বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে নেমে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। বাছাইপর্বে ব্রাজিলের (Brazil) প্রথম প্রতিপক্ষ বলিভিয়া (Bolivia)। যদিও ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনও ঠিক হয়নি। ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada) ও মেক্সিকোয় (Mexico) বিশ্বকাপ আয়োজিত হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাছাইপর্বে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। নভেম্বরে আয়োজিত হবে লিওনেল মেসি (Lionel Messi) বনাম নেইমারের (Neymar Jr) হাই ভোল্টেজ ম্যাচ। ২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে আর্জেন্টিনার ঘরে খেলবে ব্রাজিল। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।  


বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ছ'টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে। 


আরও পড়ুন: FIFA World Cup 2026: এবার ৪৮ দলের বিশ্বকাপ, ১০৪ ম্যাচের মহাযুদ্ধ! সবিস্তারে জানুন খেলা বদলের খেলা


আরও পড়ুন: WATCH | Cristiano Ronaldo: মধ্যপ্রাচ্যে নতুন জীবন, মানিয়ে নিচ্ছে রোনাল্ডোর পরিবার, কন্যা শিখছে আরবীয় ভাষা


২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চলতি বছর ছ'টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—মাসে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলব। ২০২৪ সালেও সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—মাসে দুটি করে ম্যাচ খেলবে সব দল। কিন্তু ২০২৫ সালে মার্চ ও জুনে খেলার পর সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব। কোপা আমেরিকা ও ইউরো শুরুর আগে সূচি প্রকাশ করেছে কনমেবল। 


বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (দক্ষিণ আমেরিকা):


সেপ্টেম্বর, ২০২৩:


প্রথম রাউন্ড:


উরুগুয়ে বনাম চিলি


কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা


ব্রাজিল বনাম বলিভিয়া


প্যারাগুয়ে বনাম চিলি


আর্জেন্টিনা বনাম ইকুয়েডর



দ্বিতীয় রাউন্ড:


পেরু বনাম ব্রাজিল


ভেনিজুয়েলা বনাম প্যারাগুয়ে


বলিভিয়া বনাম আর্জেন্টিনা


চিলি বনাম কলম্বিয়া


ইকুয়েডর বনাম আর্জেন্টিনা



অক্টোবর, ২০২৩:


তৃতীয় রাউন্ড:


কলম্বিয়া বনাম উরগুয়ে


ব্রাজিল বনাম ভেনিজুয়েলা


বলিভিয়া বনাম ইকুয়েডর


আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে


চিলি বনাম পেরু


চতুর্থ রাউন্ড:


উরুগুয়ে বনাম ব্রাজিল


পেরু বনাম আর্জেন্টিনা


ভেনিজুয়েলা বনাম চিলি


ইকুয়েডর বনাম কলম্বিয়া


প্যারাগুয়ে বনাম বলিভিয়া



নভেম্বর, ২০২৩:


পঞ্চম রাউন্ড:


কলম্বিয়া বনাম ব্রাজিল


ভেনিজুয়েলা বনাম ইকুয়েডর


বলিভিয়া বনাম পেরু


আর্জেন্টিনা বনাম উরুগুয়ে


চিলি বনাম প্যারাগুয়ে


ষষ্ঠ রাউন্ড:


উরুগুয়ে বনাম বলিভিয়া


পেরু বনাম ভেনিজুয়েলা


ব্রাজিল বনাম আর্জেন্টিনা


প্যারাগুয়ে বনাম কলম্বিয়া


ইকুয়েডর বনাম চিলি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)