জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে। আর কয়েক দিন পরেই ফুটবল বিশ্ব পেয়ে যাবে চ্যাম্পিয়ন দলকে। ৩২ দল এবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেখান থেকে ষোলো হয়ে এখন আটে এসে দাঁড়িয়েছে। শেষ চারের লড়াই। এবার খেলা কোয়ার্টার ফাইনালের। শেষ আটে উঠেছে ক্রোয়েশিয়া, ব্রাজিল, নেদারল্য়ান্ডস, আর্জেন্টিনা, পর্তুগাল, মরক্কো, ইংল্যান্ড ও ফ্রান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনFIFA World Cup 2022, POR vs SUI: অভিষেকেই গনসালো রামোসের হ্যাটট্রিক, বেঞ্চে বসে দেখলেন রোনাল্ডো, সুইসদের উড়িয়ে শেষ আটে পর্তুগাল



আরও পড়ুন: FIFA World Cup 2022, MAR vs ESP: শেষ আটে গিয়ে ইতিহাস লিখল আছরাফ-ইয়াসিনদের লড়াকু মরক্কো, ১০১৮টি পাস খেলেও স্পেনের বিদায়


গতকাল ছিল প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ দু'টি ম্যাচ। সন্ধ্যায় খেলল স্পেন-মরক্কো, রাতে মাঠে নেমেছিল পর্তুগাল ও সুইৎজারল্যান্ড। মরক্কো টাইব্রেকারে ৩-০ স্পেনকে হারিয়ে চলে গিয়েছে শেষ আটে। অন্যদিকে গনসালো রামোসের হ্যাটট্রিকে পর্তুগাল ৬-১ ধুলিস্যাৎ করেছে সুইসদের।


দেখে নিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কার সঙ্গে কে? কবে-কখন


৯  ডিসেম্বর, শুক্রবার: রাত ৮.৩০ মিনিটে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল (ভেন্যু-এডুকেশন সিটি স্টেডিয়াম) ও রাত ১২টা ৩০ মিনিটে নেদারল্য়ান্ডস বনাম আর্জেন্টিনা (ভেন্যু-লুসেল স্টেডিয়াম)


১০ ডিসেম্বর, শনিবার: রাত ৮.৩০ মিনিটে পর্তুগাল বনাম মরক্কো (ভেন্যু- আল থুমানা স্টেডিয়াম) ও রাত ১২টা ৩০ মিনিটে ইংল্যান্ড বনাম ফ্রান্স (ভেন্যু-আল বায়েত স্টেডিয়াম)



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App