নিজস্ব প্রতিবেদন: মিনি ডার্বিতে ফের ঝামেলা। পর্যাপ্ত পুলিসি ব্যাবস্থা সত্বেও ঝামেলা এড়াল গেল না। মঙ্গলবার মিনি ডার্বি শেষের পর ঝামেলা বাঁধে দু দলের সমর্থকদের মধ্যে। মোহনবাগান সমর্থকদের অভিযোগ ইডেনের সামনে তাদের সামনে চড়াও হয় বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। আহত হন বেশ কয়েকজন মোহনবাগান সমর্থক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- “ওয়াঘা সীমান্তে ধোনিকে খুঁজে পেয়েছি”, মুশারাফকে বলেছিলেন সৌরভ


পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা সত্বেও ফের মিনি ডার্বিতে ঝামেলা । অনূর্ধ্ব আঠেরো আই লিগের ফিরতি ডার্বির শেষে ইডেনের সামনে দুদলের সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাঁধে । লাল-হলুদ সমর্থকদের হাতে বেশ কয়েকজন সবুজ-মেরুন সমর্থককে মার খেতে হয় বলেও অভিযোগ। গতবার মোহনবাগান মাঠে ধুন্ধুমার বেঁধে গেছিল। এবার আগেভাগেই সতর্ক ছিল সব পক্ষ। রাখা হয়েছিল পর্যাপ্ত পুলিস। খেলার বিরতিতে গ্যালারিতে উত্তেজনা দেখা দিলে লাল-হলুদ সমর্থকদের সঙ্গে ঝামেলা বাঁধে মিডিয়ার। উত্তপ্ত গ্যালারির ছবি তুলতে বাধা দেওয়া হয়। খেলাও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। সুষ্ঠুভাবে খেলা শেষ হলেও,মাঠের বাইরে গণ্ডগোল এড়ান যায়নি।


আরও পড়ুন- উঠছে নিষেধাজ্ঞা, আই লিগ ডার্বিতে খেলতে পারবেন সুখদেব !


মাঠের লড়াইয়ে অবশ্য চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলকে টেক্কা দিল মোহনবাগান। এক গোলে জিতে ঘরের মাঠে হারের প্রতিশোধ নিল জো পল আনচেরির দল।