নিজস্ব প্রতিবেদন : জাতীয় পতাকায় ভুলের জন্য শেষ পর্যন্ত ভারতের কাছে ক্ষমা চেয়ে নিল আন্তর্জাতিক হকি ফেডারেশন(FIH)। লন্ডনে মহিলাদের হকি বিশ্বকাপ শুরুর আগে টেমসের ধারে ফটোশ্যুটে ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র ছিল না। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আন্তর্জাতিক মঞ্চে অশোক চক্র ছাড়াই উড়ল ভারতীয় পতাকা


টুর্নামেন্ট শুরুর আগে মহিলাদের হকি বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দেশের অধিনায়িকাদের নিয়ে একটি প্রমোশনাল ফটোশুটের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে বিপত্তি। ইংল্যান্ড দলের প্রকাশিত একটি ছবিতে দেখা যায় ভারতীয় অধিনায়িকা রানি রামপালের পাশে থাকা ভারতীয় পতাকায় অশোক চক্র নেই। ইংল্যান্ড দলের পক্ষ থেকে প্রকাশিত পরবর্তী ছবিতে অবশ্য ভারতীয় পতাকায় অশোক চক্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আয়োজকরা ততক্ষণে নিজেদের ভুল সংশোধন করে নেয়।


আরও পড়ুন - ধূলিসাত্ হতে পারে শ্রীলঙ্কার ঐতিহ্যশালী গল স্টেডিয়াম


এদিকে শুক্রবারই আন্তর্জাতিক হকি ফেডারেশনের মুখপাত্র জানান, "ভুল দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে, এফআইএইচ ফটোশ্যুটের এবং উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে।যত দ্রুত সম্ভব ভারতীয় পতাকা সংশোধন করা হয়। আমরা যে কোনও অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।" আজই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে রানি রামপালের ভারতীয় দল।