নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) ও বিনিয়োগকারী শ্রী সিমেন্টের (Shree Cement) ঝামেলা এখন মিটে যায়নি। ট্রান্সফার ব্যানের খারা ঝুলছে। এরমধ্যে খারাপ খবর হল মঙ্গলবার লাল-হলুদ ক্লাবে আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। ক্লাবের পাশে ফিডার বক্সে ফ্ল্যাশ হয়েছিল। সেখান থেকেই আতঙ্ক ছড়ায়। তবে হতাহতের কোনও খবর নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে লাল-হলুদ তাঁবুতে আগুন লাগে। স্বভাবতই এমন খবরে চাঞ্চল্য ছড়ায়। সেই সময় ক্লাবে উপস্থিত সদস্যরা আগুন নেভাতে উদ্যোগ নেন। পাশাপাশি স্থানীয় অনেকেই আগুন নেভানোর কাজে হাত লাগান।


সময় মতো খবর দেওয়া হয়েছিল দমকলকেন্দ্রে। তবে আগুন বড় আকার ধারণ করেনি। জানা গিয়েছে, ক্লাবের পাশে ফিডার বক্সে ফ্ল্যাশ হয়েছিল। সেখান থেকেই আগুনের আতঙ্ক। তবে সেটা দমকল যাওয়ার আগে নিভে যায়। বড় কোনও সমস্যা ও হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে দমকলের তরফ থেকে জানা গিয়েছে। 


আরও পড়ুন: IPL 2022, KKRvsRCB: কেমন দল নিয়ে RCB-র বিরুদ্ধে নামবেন KKR-এর অধিনায়ক Shreyas Iyer? ছবিতে দেখুন সম্ভাব্য প্রথম একাদশ


আরও পড়ুন: IPL 2022: Kolkata Knight Riders-কে নিয়ে বড় মন্তব্য করলেন Sunil Gavaskar! কী বললেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)