নিজস্ব প্রতিবেদন: তালিবদের দখলে আফগানিস্তান (Afghanistan Afghanistan)। এক চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ। এই অবস্থায় সেই দেশের ক্রিকেট খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই জানিয়েছে যে, তালিবানরা ক্রিকেটের সমর্থনে। বাস্তবে সেই কথাই প্রমাণিত হল। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তালিবরা আফগানিস্তানের দখল নেওয়ার পর এই প্রথম সেই দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছে গেল। পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের ছোটদের মধ্যে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র রাবিদ ইমাম বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, "প্রথম দলের আট জন বাংলাদেশে চলে এসেছে। বাকি খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে আসবে।" 


আরও পড়ুন: Afghanistan Cricket: রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রশিদরা ভারতে খেলতে আসছেন!



আফগান দলের বাংলাদেশে পা রাখার পর ভিডিয়ো শেয়ার করেছে বিসিবি। সেখানে দেখা যাচ্ছে লাল টি-শার্ট পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছেন আফগান ক্রিকেটাররা। আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি জানিয়েছেন যে, রশিদ খানরা অর্থাৎ সিনিয়র দলও অস্ট্রেলিয়ার পর ভারতেও টেস্ট খেলতে আসবে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)