দায়িত্ব নিয়েই কাজ শুরু সৌরভের, ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিলেন
ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতনের ফারাক অনেকটা। এমনটাই মনে করেন সৌরভ।
নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এরই মধ্যে তিনি কাজে নেমে পড়েছেন। কার্যদিবসের প্রথম দিন থেকেই তিনি ভারতীয় ক্রিকেটের রুটম্যাপ তৈরির কাজে লেগে পড়েছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা সেরেছেন। নির্বাচকদের সঙ্গেও বৈঠক করে ফেলেছেন। আর একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের জন্য দারুণ এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। এদিন তিনি জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য এবং কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন। সবার সঙ্গে আলোচনার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে ধোনির ভবিষ্যত্ নিয়ে ধোঁয়াশা! এ সবে উদাসীন মাহি মেয়েকে নিয়ে গাড়ি ধুতে ব্যস্ত
ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতনের ফারাক অনেকটা। এমনটাই মনে করেন সৌরভ। প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন দিন প্রতি পেয়ে থাকেন ৩৫ হাজার টাকা। সৌরভ সেই অঙ্কটা বাড়িয়ে করলেন ৫০ হাজার। এদিন কোহলি, রোহিতদের সঙ্গে বৈঠকের পর একটি ছবি পোস্ট করেন সৌরভ। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজের জন্য দলঘোষণা করেছে বিসিসিআই। তার আগেই নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা সেরেছেন সৌরভ। তবে এদিনও এম এস ধোনির ভবিষ্যত নিয়ে কিছু নির্ধারিত হয়নি। এদিন বৈঠকে ছিলেন না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।