ওয়েব ডেস্ক: গোটা ভারতবর্ষের নজর এখন দীপা কর্মকারের দিকে।  দেশকে পদক এনে দেওয়ার লড়াই দীপার সামনে। আর এই লড়াইয়ে তাঁর প্রধান অস্ত্র হল প্রোদুনোভা ভল্ট। অত্যন্ত কঠিন এই ভল্টকে ভল্ট অফ ডেথও বলা হয়। কারণ জীবনের ঝুঁকি জড়িয়ে আছে প্রোদুনোভা ভল্টের সঙ্গে। এই ভল্টে মাটিতে পা ঠেকানোর আগে হাওয়ায় দুবার ডিগবাজি খেতে হয় একজন জিমনাস্টকে। মাটিতে বেকায়দায় পড়লে পক্ষাঘাত,এমনকি  মৃত্যু পর্যন্ত হতে পারে। উনিশো নিরানব্বইয়ের আগে বহু জিমন্যাস্টই চেষ্টা করেছেন এই ভল্টটা দিতে , কিন্তু সফল হননি। শেষপর্যন্ত  বিশ্বচ্যাম্পিয়নশিপে  সফলভাবে ভল্টটি দিয়েছিলেন রাশিয়ার বিখ্যাত জিমন্যাস্ট  ইয়েলেনা প্রোদুনোভা। তারপর থেকে তাঁর নামেই নামকরণ করা হয় এই ভল্টের। তার আগে প্রোদুনোভা ভল্টেকে ডবলস্প্রিং ফ্রন্ট বলা হত। এখন পর্যন্ত বিশ্বের পাঁচজন মহিলা জিমনাস্ট প্রোদুনোভা ভল্ট দিতে সফল হয়েছেন। এঁরা হলেন -


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইয়েলেনা প্রোদুনোভা(রাশিয়া)
ইয়ামিলেট পেনা(ডমিনিক প্রজাতন্ত্র)
ফাদওয়া মহম্মদ(মিশর)
ওকসানা(উজবেকিস্তান)
দীপা কর্মকার(ভারত)


প্রোদুনোভার উপর ভর করেই দেশকে স্বাধীনতা দিবসের সেরা উপহার দিতে প্রস্তুত দীপা ।


আরও পড়ুন পদক জেতার জন্য ১৪ আগস্ট দিনটাই দীপার জন্য সেরা পটভূমি


আরও পড়ুন জীবনসঙ্গী বাঁছতে আপনার প্রেমিকা বা প্রেমিকার মধ্যে এই দুটো জিনিস আছে কিনা দেখে নিন