নিজস্ব প্রতিবেদন:  ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গ্যারিয়াস শহরে জন্মেছিলেন এডিনসন আরনেস্তো দ্য নাসিমেন্তো। গোটা বিশ্ব যাঁকে পেলে নামে চেনে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আজ ফুটবল সম্রাট পেলের জন্মদিন। ৮০-তে পা দিলেন কিংবদন্তি ব্রাজিলিয় ফুটবলার। এই প্রথম তাঁর জন্মদিনে কোনও জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে না। সাও পাওলোতে তাঁর জন্মদিন কাটবে পরিবারের সঙ্গে। কোনও অতিথি আমন্ত্রিত নেই।


১৯৫৮, ১৯৬২, ১৯৭০-ব্রাজিলের জার্সিতে তিন তিনটে বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি পেলে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় রয়েছেন। জনসমক্ষে খুব একটা আসেন না। ইদানিং চুপচাপ হয়ে গিয়েছেন ফুটবল সম্রাটও। গোটা বিশ্বে অতিমারীর প্রকোপ। তাই তিনিও চান না তাঁর জন্মদিন নিয়ে মাতামাতি হোক।



আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব