নিজস্ব প্রতিনিধি : সপ্তাহখানেক ধরে আস্ত একটা ফুটবল দল নিখোঁজ। গোটা থাইল্যান্ডে তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। শেষমেশ উদ্ধারকারী দল কোচসহ সেই দলকে উদ্ধার করল এক গুহা থেকে। সাতদিন ধরে খাবার ও পানীয় জল ছাড়া বেঁচে ছিল ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'নাটুকে' নেইমার, ক্ষুব্ধ মেক্সিকো কোচ


থাইল্যান্ডের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার কবলে রয়েছে গত কয়েকদিন ধরে। ১১ থেকে ১৬ বছরের ১২ জন খুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাম লুয়াং নাঙ নন গুহায় বেড়াতে গিয়েছিল ২৩ জুন। তার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্ধারকারী দলের এক সদস্য বলছিলেন, ''ওরা এখনও ট্রমায় রয়েছে। বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়েছে আসলে। তবে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আরও কিছু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে হবে। ফলে উদ্ধারকার্য এখনই বন্ধ হবে না।''


আরও পড়ুন-  দেশে ফিরে একথাই বললেন রোনাল্ডো


যে গুহা থেকে বাচ্চারা উদ্ধার হয়েছে সেটি মূল ভূখণ্ড থেক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আমেরিকার একটি মিলিটারি টিম, এক দল ব্রিটিশ উদ্ধারকারী দল ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স মিলে বাচ্চাদের উদ্ধারকার্যে নেমেছিল। থাইল্যান্ডের সরকার বাচ্চাদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক স্তরে সাহায্য চেয়েছিল কিছুদিন আগেই।