সব্যসাচী বাগচী 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্কুল থেকে কলেজ জীবন। তখন টেলিভিশনে চোখ রাখলে একটা চেহারা দেখতাম। মাথায় ঝাঁকরা চুল। হেলায় বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বল পায়ে এগিয়ে চলেছেন। কখনও সতীর্থ চিমা (Chima Okorie), বাইচুংয়ের (Bhaichung Bhutia) থেকে থ্রু পাসে গোল করছেন। আবার কখনও একাই এগিয়ে বিপক্ষের জালে জড়িয়ে দিচ্ছেন বল। মাইক হাতে ধারাভাষ্যকাররা গলা ফুলিয়ে বলে উঠতেন, 'বল পায়ে এগিয়ে যাচ্ছেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। ১০ নম্বর জার্সিধারী কিন্তু বক্সে মারাত্মক'! গ্যালারি জুড়ে উঠত 'দীপু...দীপু' নামের স্লোগান। তিন প্রধানে খেলা এহেন বঙ্গ স্ট্রাইকারের জীবনের উত্থান-পতন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। 


প্রীতম বন্দ্যোপাধ্যায় ওরফে শ্রী প্রীতম পরিচালিত সিনেমার নামও 'দীপু' (Dipu)। সেই চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের উঠতি মুখ রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya)। শুধু ফুটবল নয়। এই গল্পে নায়িকাও আছেন। সেই ভূমিকায় অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত (Barsha Sengupta)। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পাওয়া বর্ষা, এবার ক্যামেরার সামনে প্রথমবার আসতে চলেছেন। তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক হল, দীপেন্দু বিশ্বাস নিজে অভিনয় করবেন। তিনিই গল্পের সূত্রধর। আগামি বছর জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। যদিও সিনেমার পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)