জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অত্যন্ত মর্মান্তিক বললেও কমই বলা হবে, কার যে কখন কীভাবে কপালে মৃত্যু লেখা থাকে, তা কারোরই জানা নয়। এবার নদীতে স্নান করতে নেমে একেবারে কুমীরের পেটেই চলে গেলেন ফুটবলার! অকল্পনীয় এই ঘটনাটি ঘটে গিয়েছে গত শনিবার কোস্তা রিকার (Costa Rica) রিয়ো কানাস নদীতে (Rio Canas river)। সেই দেশের ২৯ বছরের ফুটবলার জেসাস অ্যালবার্টো লোপেজ অর্টিজ (Jesus Alberto Lopez Ortiz), চুচো (Chucho) নামেই তিনি পরিচিত ছিলেন স্থানীয় ফুটবলমহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোস্তা রিকার প্রবল দাবদাহের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য়, জেসাস নদীতে ডুব দিয়ে শান্তির ঠিকানা খুঁজে নিতে চেয়েছিলেন। তিনি জলে নেমে রীতিমতো সাঁতার কাটতেও শুরু করেন। কিন্তু সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি বিরাট আকৃতির কুমীর, সে আচমকাই জিসাসকে ধাওয়া করে। ফুটবলার সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই, সেই কুমীর তাঁকে নিজের শিকার বানিয়ে ফেলে। ফুটবলারের উপর আক্রমণ করে, তাঁকে ছিঁড়ে খেতে শুরু করে কুমীরটি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এসে দেখেন যে, কুমীরের মুখের ভিতরে জিসাসের দেহ। কুমীরটিকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়। কিন্ত কুমীরটি মারা যাওয়ার আগেই, দুই সন্তানের পিতা পৃথিবীর মায়া ত্য়াগ করে ফেলেছেন।


আরও পড়ুন: Sania Mirza and Shoaib Mallik: আর সানিয়ার স্বামী নন শোয়েব! বিস্ফোরক পোস্টেই সব জল্পনার ইতি



এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জেসাস অ্যামেচার ফুটবল লিগ খেলতেন ডেপোরটিভো রিও কানাসের হয়ে। ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেস এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্লেয়ার  জেসাস অ্যালবার্টো লোপেজ অর্টিজের মৃত্যুবার্তা দিচ্ছি। এখন ও ভগবানের কাছে। রেস্ট ইন পিস চুচো। তোমার পরিবারের যন্ত্রণা আমাদেরও।' লুইস কার্লোস সাধারণের কাছে আবেদন করেছেন, তাঁদের ফুটবলারের সৎকারের খরচ যেন সকলে ভাগ করে নেয়।


(প্রতিবেদনের সঙ্গে ব্য়বহৃত ভিডিয়োটির সত্যতা যাচাই করে দেখেনি জি ২৪ ঘণ্টা)


আরও পড়ুন: WATCH | Tilak Varma | IND vs WI: অভিষেকেই ঝলসেছেন তিলক, তাঁর জন্য গর্বিত ম্যান্ডেলার দেশের ভাই



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)