নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের মাঝপথেই অবসর নিয়ে নিলেন আসগর আফগান (Asghar Afghan)। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক রবিবার নামিবিয়ার বিরুদ্ধে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন। অনেকে মনে করেছিলেন যে, টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হলেই হয়তো অবসরের সিদ্ধান্ত নেবেন যুদ্ধবিধ্বস্ত দেশের তারকা ক্রিকেটার। কিন্ত সকলকে চমকে দিয়ে আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন আসগর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WT20: হ্যামস্ট্রিংয়ে চোট, ছিটকে গেলেন Shakib Al Hasan




এদিন ম্যাচের আগে আসগরকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় আফগানিস্তান দলের পক্ষ থেকে। ম্যাচের শেষে তিনি সতীর্থদের কাঁধে চেপেই মাঠ ছাড়েন। আসগর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন। ২৩ বলে ঝকঝকে ৩১ রানের ইনিংস খেলেন বছর তেত্রিশের কাবুলের ক্রিকেটার। এদিন আফগানিস্তান নামিবিয়াকে ৬২ রানে হারায়। আফগানিস্তানের ১৬০ রানের জবাবে নামিবিয়া ৯৮ রানে গুটিয়ে যায়। এদিন ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে কেঁদে ফেলেন আসগর। তিনি জানান যে, তরুণদের সুযোগ দিতেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনই কেন তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তাঁর কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি। আসগর তাঁর কেরিয়ারে দেশের জার্সিতে ৬টি টেস্ট (৪৪০ রান), ১১৪টি ওয়ানডে (২৪২৪ রান) ও ৭৫টি টি-২০ ম্যাচ (১৩৮২ রান) খেলেছেন।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)