নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে ভারতীয় মহিলা দলে (Indian women's cricket team) বিতর্কের ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার ডব্লিউভি রমনকে (WV Raman) হেড কোচের পদ থেকে ছাঁটাই করে মিতালি রাজদের মাথায় রমেশ পাওয়ারকে (Ramesh Powar) দ্বিতীয় বারের জন্য বসিয়েছে বিসিসিআই (BCCI)। চাকরি খুইয়ে বহিষ্কৃত প্রশিক্ষক বিস্ফোরক মেইল পাঠান সিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উদ্দেশে। রমনের সাফ বক্তব্য মিতালিদের টিমে 'তারকা প্রথা'ই নাকি দলের উন্নতির অন্তরায়। রমনের অভিযোগের নিশানায় ছিলেন বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sourav-Dravid কে বিস্ফোরক চিঠি লিখলেন WV Raman! বহিষ্কৃত কোচের অভিযোগের নিশানায় কারা?


এবার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীদের টিমে প্রচুর রাজনীতিই বলেই বোমা পাঠালেন প্রাক্তন মহিলা দলের জাতীয় কোচ তুষার আরোঠে। নিউজ এইটটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৭-১৮ সালের কোচ আরোঠে বলেন, "মহিলাদের ক্রিকেটে প্রচুর রাজনীতি, তুলনায় পুরুষ দল অনেক বেশি স্বচ্ছ। আমি খুব কাছ থেকে দেখেই কথাটা বলছি। আমার মনে হয় দোষটা ছিল প্রাক্তন মহিলা ক্রিকেটারদেরই। এটাই দলের সংস্কৃতি হয়ে গিয়েছে। দল ভাল পারফর্ম না করলেই কোচকে ছাঁটাই করা হয়। কিন্তু প্লেয়ারের সঙ্গে কোচ যদি বনিবনা না হলেই বিষয়টা বদলে যায়। আমার আগে পূর্ণিমা রাউয়ের সঙ্গে এই আচরণ করা হয়েছে। তিনি দলের জন্য অবিশ্বাস্য ভাল কাজ করেছিলেন। আমার মনে হয় প্লেয়ারদের পারফরম্যান্সেরও এবার বিচার করা হোক।"