নিজস্ব প্রতিবেদন: বছরের শেষ লগ্নে বরাত জোরে বেঁচে গেলেন! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। যদিও আজহার কোনও রকম চোট পাননি বলেই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মহম্মদ আজহারউদ্দিন  (Mohammad Azharuddin) বুধবার রাজস্থানের সুরওয়ালের (Soorwal, Rajasthan) কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছেন তাঁর পার্সোনাল অ্যাসিস্যান্ট। ভাগ্য ভালো! তাই কোনও রকম চোট পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।  তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।  


আরও পড়ুন-সিডনিতে নেই Umesh Yadav, টেস্ট অভিষেক হতে পারে Natarajan-এর!


ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ক্রিকেট প্রশাসকের ভূমিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। বর্তমানে তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন।  



আরও পড়ুন- করোনার কারণে বাংলাদেশ সফরে যাচ্ছেন না ১০ ক্যারিবিয়ান তারকা