জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার আত্মসমর্পণ। 'ওরা কিছুই অর্জন করতে পারেনি। বিশ্বের সবচেয়ে কম সাফল্য পাওয়া একটা দল'। ভারতকে কটাক্ষ করলেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  WATCH: 'তোমার পাকিস্তানে যাওয়া উচিত'! কাকে আর কেন বললেন ধোনি? ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো


অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রাখল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিল। কবে? বুধবার। পাঁচদিনে টেস্ট শেষ তিনদিনেই। সিরিজের আপাতত ১-০ ব্য়বধানে এগিয়ে প্রোটিয়ারা।


এদিকে মাইকেল ভন এখন অস্ট্রেলিয়ায়। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্য দিচ্ছেন তিনি। ভন বলেন, 'শেষ বার কবে ভারত কিছু জিতেছে? ওরা অস্ট্রেলিয়ায় দুবার জিতেছে। এটা এককথায় দারুণ ব্যাপার। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে ওরা কিছুই করে উঠতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপও অধরা থেকে গিয়েছে'। তাঁর মতে, 'ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। কিন্তু প্রতিভা ও পরিকাঠামো থাকলেও ওরা কিছুই জিততে পারেনি'।


আরও পড়ুন: Team India: ছোট ভুলেই হল বিরাট ক্ষতি! ছেড়ে কথা বলল না আইসিসি, আরও নীচে নামল ভারত!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)