Shaka Hislop: ধারাভাষ্য দেওয়ার মাঝেই জ্ঞান হারালেন শাকা হিসলপ! ভয় ধরানো ভিডিয়ো মুহূর্তে ভাইরাল
অসুস্থ হওয়ার পরে অবশ্য জ্ঞান ফিরে পান শাকা। খেলার আগে অসুস্থ হয়ে পড়ার জন্য তিনি দুঃখপ্রকাশও করেন বলেই খবর। শাকা হিসলপের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে ড্যান থমাসের। তিনি বলছেন, শাকা ঠিকই আছে। প্রীতি ম্যাচ হলেও দারুণ লড়াই হয় দুই ক্লাবের। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় এস মিলানকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল মাঠে ৯০ মিনিটের যুদ্ধ চলার সময় ফের একবার মনে ভয় ধরানো ছবি। ধারাভাষ্য দেওয়ার মাঝে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন তারকা গোলকিপার শাকা হিসলপ (Shaka Hislop)। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের (England U 21) হয়ে খেলা শুরু করলেও, পরবর্তী সময় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (Trinidad and Tobago) সিনিয়র দলের হয়ে খেলেছিলেন ২৬টি ম্যাচ। এহেন প্রাক্তন গোলকিপার এবার রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের (AC Milan vs Real Madrid) মধ্যে প্রীতি ম্যাচের আগে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যান। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
ধারাভাষ্য দেওয়ার সময়ে সংঞ্জা হারান তিনি। তাঁর সহকারী ভাষ্যকার প্রথমটায় ভুঝতে পারেননি। শাকা হিসলপ বেশ হাসিমুখেই কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সহকারী ধারাভাষ্যকার ড্যান থমাস বলেন, 'শাকা এই মুহূর্তে ভালো আছে। ভালো খবর বলা যেতে পারে।'
অসুস্থ হওয়ার পরে অবশ্য জ্ঞান ফিরে পান শাকা। খেলার আগে অসুস্থ হয়ে পড়ার জন্য তিনি দুঃখপ্রকাশও করেন বলেই খবর। শাকা হিসলপের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে ড্যান থমাসের। তিনি বলছেন, শাকা ঠিকই আছে। প্রীতি ম্যাচ হলেও দারুণ লড়াই হয় দুই ক্লাবের। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় এস মিলানকে।
আরও পড়ুন: Uttam Kumar: ফুটবল খেলেও উত্তম কুমার কীভাবে বাঙালির 'গুরু' হয়ে গেল জানেন?
প্রথমার্ধে তোমোরি ও রোমেরোর গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। বিরতির সময়ে ২-০ গোলে এগিয়েছিল মিলান। বিরতির পরে দ্রুত পট পরিবর্তন। ফেডেরিকো ভালভারদে ৫৭ ও ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান। ভিনিসিয়াস জুনিয়র ৮৪ মিনিটে ৩-২ করে রিয়ালকে জেতান।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে খেললেও, শাকা হিসলপ কিন্তু নিউক্যাসল ইউনাইটেড (New Castle United), ওয়েস্ট হ্যাম ইউনাইটডের (West Ham United), পোর্টসমাউথের (Portsmouth) হয়ে দাপটের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) খেলেছিলেন।