জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে একার হাতে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপের মঞ্চে হাতে তুলে নিয়েছেন গোল্ডেন গ্লাভস ট্রফি। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই খবরের শিরোনাম দখল করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাইব্রেকারে ফ্রান্সের খেলোয়াড়দের সঙ্গে যে বুদ্ধির খেলা তিনি খেলেছেন, তাতেই ফ্রান্সের তরুণ খেলোয়াড়দের সামনে থেকে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে যাওয়ায় অর্ধেক জয়ী হয়ে যান তিনি। স্নায়ুর যুদ্ধে জিতে মাঠেই বুকে জড়িয়ে ধরেন বিপক্ষের সেরা খেলোয়াড়, বিশ্বকাপের সোনার বুট জয়ী এমবাপেকে।


কিন্তু এরপরেই বদলে যায় সব ছবি। ড্রেসিংরুমে জয় উদযাপন করার সময় এমবাপেকে প্রবল বিদ্রুপ করেছেন তিনি। বিজয় মিছিলে বুয়েন্স আইরেসের রাস্তায় ছাদখোলা বাসে এমবাপের ছবি লাগানো পুতুল নিয়ে মজা করেছেন তিনি। এই ঘটনার পরে তিনি ফরাসিদের রোষানলে পড়বেন সেটাই স্বাভাবিক।



আরও পড়ুন: Super Ballon d'Or: ইতিহাসে পেয়েছেন মাত্র ১জন, এবার কি 'সুপার' ব্যালন ডি'ওর পাবেন মেসি?


দিনের শেষে ঘটেছেও একই ঘটনা। প্রাক্তন ফরাসি ডিফেন্ডার আদিল রামি ক্ষভ উগরে দিয়েছেন মার্টিনেজের বিরুদ্ধে। আর্জেন্টিনার এই গোলরক্ষককে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন রামি। মার্টিনেজকে কটূক্তি করতেও ছাড়েননি রামি।


আরও পড়ুন: IPL 2023 Auction | KKR: শাহরুখের কলকাতার বাজেট সব চেয়ে কম! কার হাতে এখন কত টাকা আছে?


মার্টিনেজের কাজে বিরক্ত রামি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মার্টিনেজ বিশ্বের সবচেয়ে ঘৃণিত খেলোয়াড়’।



বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজ তাঁর এই পোস্টের কী উত্তর দেবেন সেই দিকে তাকিএ রয়েছে গোটা ফুটবল বিশ্ব। যদিও অনেকেই মনে করেছেন রামির এই বক্তব্যের কোনও উত্তর মার্টিনেজ নাও দিতে পারেন। পাশপাশি ফ্রান্সের কোনও প্রাক্তন খেলোয়াড় মার্টিনেজের সম্পর্কে কী বলছেন সেই বিষয়েও জয় উদযাপনে ব্যস্ত এমিলিয়ানো ভাববেন না বলেই মনে করছেন বেশিরভাগ মানুষ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)