নিজস্ব প্রতিবেদন:  প্রয়াত প্রাক্তন জাতীয় ফুটবলার কার্লটন চ‍্যাপম‍্যান। আজ ভোরে বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় তাঁর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবল মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইস্টবেঙ্গলের হয়ে খেলেই তিনি বেশি করে নজরে আসেন। ১৯৯৩ সালে লাল-হলুদ জার্সি গায়ে চাপান। ইরাকের ক্লাব আল-জাওয়ারার বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেন। এরপর চলে যান জেসিটি-তে। ফের  ১৯৯৮ সালে ইস্টবেঙ্গলে ফিরে এসে আরও তিন বছর খেলেছিলেন তিনি। তাঁর অধিনায়কত্বে  ২০০১ সালে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ।



১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে খেলেছেন চ্যাপম্যান।  তিনি ছিলেন মাঝমাঠে দলের অন্যতম ভরসা। জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।  খেলা ছাড়ার পর ২০০২ সাল থেকে কোচিং কেরিয়ার শুরু করেন। টাটা ফুটবল একাডেমিতে কোচিং করানোর পাশাপাশি কলকাতার ভবানীপুর এফসি, স্টুডেন্টস ইউনিয়ন এর মতো ক্লাবেও কোচিং করিয়েছেন চ্যাপম্যান।


 



আরও পড়ুন-  রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদাল