নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারের পর টিম ইন্ডিয়ার সংসার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ভারতীয় দলকে বিদায় জানালেও ভারত ছাড়ছেন না তিনি। তিন বছরের চুক্তিতে এবার আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



তিন দশক ধরে ফিজিও হিসাবে বিভিন্ন দলের সঙ্গে কাজ করে চলেছেন প্যাট্রিক ফারহার্ট। আইপিএলের সঙ্গে এই প্রথমবার যুক্ত হলেন না ফারহার্ট। এর আগে তিনি পঞ্জাব এবং মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। ২০১৫ সালে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হন এই অজি ফিজিও। আবার আইপিএলে ফিরে এলেন তিনি।



দিল্লি ফ্র্যাঞ্চাইজি প্যাট্রিক ফারহার্টকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ফারহার্টও জানিয়েছেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আবারও একবার কাজ করার সুযোগ পেয়ে আমি খুব খুশি।"


আরও পড়ুন - বার্মি আর্মির স্লেজিং! "আমার কাছে কিছু নেই", রসিকতা ওয়ার্নারের