নিজস্ব প্রতিবেদন : আইপিএল বেটিং কাণ্ডে গ্রেফতার হলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন কোচ তুষার আরোথে। ভদোদরার একটি ক্যাফে থেকে মিতালিদের প্রাক্তন কোচকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভদোদরার ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ জেএস জাদেজা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধুমাত্র তুষার আরোথে নন, তাঁর সঙ্গে আরও আটারোজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিস আধিকারিক। তাদের ফোন এবং গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিস।


 



এই তুষার আরোথের কোচিংয়েই ২০১৭ সালে ইংল্যান্ডে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন ঝুলনরা। যদিও ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে যায় মিতালিরা। এরপর এশিয়া কাপে হারের পর জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন আরোথে। ৯ মাস কাটতে না কাটতেই আবার খবরের শিরোনামে উঠে এলেন আরোথে। এবার আইপিএল বেটিং কাণ্ডে জড়িয়ে গেল মিতালিদের প্রাক্তন কোচ।  


আরও পড়ুন - বিশ্বকাপ জয়ের আট বছর পূর্তিতে স্মৃতিচারনায় সচিন, টিম কোহলির কাছে আবদার মাস্টার ব্লাস্টারের