নিজস্ব প্রতিবেদন: ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten) ফের একবার ফিরতে চলেছেন আইপিএলে ( IPL 2022)! এমনটাই জোর খবর এখন। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ আইপিএলে দুই মরসুম কোচিং করিয়েছেন। কিন্তু সাফল্য়ের মুখ না দেখার আর কোচিংয়ে ফেরেননি তিনি। জানা যাচ্ছে আসন্ন আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি (RPSG) গ্রুপ অর্থাৎ লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি কার্স্টেনকে কোচ করতে ইচ্ছুক। গোয়েঙ্কার দল শুধু কার্স্টেনকেই নয়, প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরাকেও প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কার্স্টেন দিল্লি ক্যাপিটালসের (তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে ২০১৫ সালে আইপিএল কোচিং শুরু করেন। ২০১৬ পর্যন্ত ছিলেন সেখানে। তাঁর কোচিংয়ে দিল্লি ২৮টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ হেরেছিল। এরপর এক বছর আইপিএল থেকে দূরে থাকা কার্স্টেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore) দায়িত্ব নেন। ড্যানিয়েল ভেটরির জায়গায় আসেন কার্স্টেন। টানা দুই মরসুমেই কোহলি অ্যান্ড কোং ব্যর্থ হয়। নেহরা ও কার্স্টেন যুগলবন্দি আরসিবি-তে দেখা গিয়েছিল। ঘটনাচক্রে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন নেহরা। যদিও সপ্তাহ দুয়েক আগে শোনা গিয়েছিল যে, কার্স্টেন নাকি পাকিস্তানের পাকাপাকি কোচ হতে পারেন! এখন দেখার কোথায় যোগ দেন তিনি!


আরও পড়ুন: Mitchell Starc: 'চ্যাম্পিয়ন কাপল' মিচেল-অ্যালিসা, কার ঝুলিতে আছে ক'টি বিশ্বকাপ?

আইপিএল-এর মঞ্চে দুটি নতুন দল আত্মপ্রকাশ করেছে। গোয়েঙ্কার আরপিএসজি (RPSG) গ্রুপ ছাড়াও এসেছে  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital)। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। সেখানে দ্বিতীয় দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে। .অন্যদিকে সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মাথায় রবি শাস্ত্রীকে বসাতে চাইছে। প্রাক্তন ভারতীয় কোচকেই দলে আনার লক্ষ্য তাদের। শুধু শাস্ত্রীই নয়, ভারতীয় দলের দুই প্রাক্তন সাপোর্ট স্টাফও  (বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) ও ফিল্ডিং কোচ আর শ্রীধর) তাদের ব়্যাডারে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)