নিজস্ব প্রতিবেদন: চিট ফান্ড দুর্নীতি মামলায় ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর (ওসিএ) প্রাক্তন সচিব আশির্বাদ বেহেরাকে গ্রফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁর বিরুদ্ধে ‘অর্থ তত্ব’ চিট ফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকালে আশির্বাদ বেহেরাকে গ্রফতার করেন সিবিআই আধিকারিকরা। এ দিন সকালে বেআইনি অর্থলগ্নি মামলায় গ্রেফতার করা হয় ভুবনেশ্বরের হোটেল সোলান ইন-এর মালিক কমলাকান্ত দাস এবং ‘অর্থ তত্ব’ চিট ফান্ডের কর্ণধার সম্বিত কুমার খুন্তিয়াকেও।


সূত্রের খবর, ‘অর্থ তত্ব’ চিট ফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ২০১৪ সাল থেকেই সিবিআই গোয়েন্দারা নজর রাখছিলেন ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন সচিবের উপর। এর আগে একাধিকবার তাঁকে সিবিআই দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। গত ২৯ অগাস্ট বেআইনি অর্থলগ্নি কারবারে জড়িত থাকার অভিযোগে বেহেরা, কমলাকান্ত দাস এবং সম্বিত কুমার খুন্তিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই।


আরও পড়ুন: বিরাট কোহলির সঙ্গে তুলনায় স্টিভ স্মিথকে নিয়ে এ কী বললেন জন্টি রোডস!


সিবিআই-এর এই চার্জশিটে আশির্বাদ বেহেরার বিরুদ্ধে অভিযোগ, ওড়িশা রঞ্জি দল এবং ২০১১ সালের ওড়িশা প্রিমিয়ার লিগের জন্য স্পনসর পাওয়ার জন্য ‘অর্থ তত্ব’ চিট ফান্ড সংস্থার হয়ে প্রচার চালান তিনি। যদিও গোটা বিষয়টিকে বিরোধী শিবিরের চক্রান্ত বলে দাবি করেছেন আশির্বাদ বেহেরার ছেলে সঞ্জয় বেহেরা। সঞ্জয়ের দাবি, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর নির্বাচনের আগে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাঁর বাবাকে। এই ভাবে বিরোধী শিবিরের সদস্যরা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাইছেন।