ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে ক্রিস গেইলের  মাঠে না নামা নিয়ে বেশ মজার কাণ্ডকারখানা হল। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করেছিলেন ক্রিস গেইল। মাত্র ৪৭ বলে ১০০ করেছিলেন ইংল্যান্ড ম্যাচে। চিন্নস্বামী স্টেডিয়ামে তাই শ্রীলঙ্কার বিরুদ্ধেও গেইল ঝড় দেখতে চাইছিলেন দর্শকরা। কিন্তু ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্যারিবিয়ান এই ক্রিকেটার। সেইজন্য অনেকটা সময় ফিল্ডিং করতে পারেননি তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার যতটা সময় ফিল্ডিং করতে পারেননি, ব্যাট করার সময়ও ঠিক সেই সময়টা মেনে চলতে হয়। তাই গেইল ব্যাট করতে নামতে পারছিলেন না। ১৩ তম ওভারে রামদিন যখন আউট হয়ে যান, তখন মাঠে নামতে চাইছিলেন গেইল। কিন্তু চতুর্থ আম্পায়ার ইয়ান গোল্ড তাঁকে ফেরত পাঠিয়ে দেন। আর এই ফেরত পাঠানোটা ছিল খুব মজার। গোল্ড প্রায় জোর করে তাঁকে জড়িয়ে ধরে ভেতরেঢুকিয়ে দিয়ে আসেন। অথচ, গ্যালারি থেকে সেইসময় সমানে চিত্‍কার উঠছিল, উই ওয়ান্ট গেইল বলে!


ম্যাচ শেষে অবশ্য মাঠে চলে আসেন গেইল। এবং দর্শকদের উদ্দেশ্য করে তাঁকে এত ভালোবাসার জন্য ধন্যবাদও জানান।