ওয়েব ডেস্ক: আগামী কাল রিপাব্লিক অফ আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে নকআউট অভিযান শুরু করছে ফ্রান্স। এবার ইউরোয় নজর কাড়া ফুটবল খেলেছে ফ্রান্স। অন্যদিকে আন্ডারডগ হলেও পোগবাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত আইরিশরা। রবিবার সন্ধ্যায় ইউরোর নক আউট ম্যাচে আয়োজক দেশ ফ্রান্সের প্রতিপক্ষ রিপাব্লিক অফ আয়ারল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠেছে ইউরো জেতার অন্যতম দাবিদার ফ্রান্স। প্রতি ম্যাচে গোল পেতে সমস্যা হলেও ফরাসি ব্রিগেডের দৃষ্টিনন্দন ফুটবল নজর কেড়েছে ফুটবল বিশ্বের। গোল করে এবারের ইউরোয় এখনও পর্যন্ত শোরগোল ফেলে দিয়েছেন দিমিত্রি পায়েত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোগবা, গ্রেজম্যান ও পায়েতের ত্রিফলা আক্রমণের ওপর জোর দিয়ে বিপক্ষকে চাপে ফেলতে চাইছেন ফরাসি দলের কোচ দেশঁ। নক আউটের লড়াইয়ে আগে ব্লুব্রিগেডে কোনও চোট সমস্যাও নেই। সেরা দল বাছতে পারবেন দেশঁ। অন্যদিকে শেষ মূহুর্তের গোলে ইতালিকে হারিয়ে শেষ ষোলয় রিপাব্লিক অফ আয়ারল্যান্ড। আন্ডারডগ হিসেবে আয়োজক দেশের বিরুদ্ধে নামছে মার্টিন ওনিলের দল। অতীতে দুই দেশের ষোলবারের  সাক্ষাতে সাতবার জিতেছে ফরাসিরা। চারবার জয় পেয়েছে রিপাব্লিক অফ আয়ারল্যান্ড। এবারও সীমিত ক্ষমতা নিয়ে দেশঁ ব্রিগেডকে চ্যালেঞ্জে ছুড়ে দিতে চাইছে আইরিশরা।