ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফ্র্যাঙ্কলিন রোজ। তার দাবি কিউই সফর সব দলের কাছেই বিপজ্জনক। বিশেষ করে কালো চামড়ার ক্রিকেটাররা তো কখনই সুরক্ষিত নয়। রোজ দুহাজার এক সালে অকল্যান্ডে কোচিং করাতে গিয়েছিলেন। এবছরের শুরুতে শ্লীলতাহানির অভিযোগে নিউজিল্যান্ড থেকে বিতাড়িত হতে হয়েছিল। রোজের দাবি তাকে ইচ্ছা করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল।


যদিও পুলিস গ্রেফতার করেও তার বিরুদ্ধে কোনও চার্জ দিতে পারেনি। রোজের অভিযোগ নিউজিল্যান্ডের ক্রিকেট প্রশাসকরা কাজের জন্য ক্রিকেটারদের বিদেশ থেকে নিয়ে আসেন। অথচ কাজ ফুরোলেই তাঁদের ফাঁসিয়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তাই রোজ মনে করেন সব দেশের নিউজিল্যান্ড সফর বয়কট করা উচিত।