নিজস্ব প্রতিবেদন: চলতি ফরাসি ওপেনের (French Open 2022) শুরু থেকেই ছন্দে ছিলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সেই ধারা বজায় রেখে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন জোকার। যদি ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ রাউন্ডে তিনি জিতে যান, তাহলে রাফায়েল নাদালের (Rafael Nadal) সঙ্গে ‘ডুয়েল’ হওয়া শুধু সময়ের অপেক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্ৎজম্যানকে (Diego Schwartzmann) ৬-১, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। রজার ফেডেরারকে (Roger Federar) টপকে এ বার তিনিও ২১টি গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিতে নাদালকে ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন।


 



চারটি রাউন্ড খেলে ফেলেছেন। তবে এখনও পর্যন্ত এ বারের এই ফরাসি ওপেনে একটিও সেট হারাননি জোকোভিচ। প্রতিটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন।


এখনও পর্যন্ত ফরাসি ওপেনে নয় বার নাদালের সঙ্গে লাল মাটির কোর্টে লড়েছেন। গত বার সেমিফাইনালে খেলেছিলেন নাদালের বিরুদ্ধে। তাঁকে হারিয়ে খেতাব জিতেছিলেন। এ বারও কি জোকারের লক্ষ্য পূরণ হবে? সেটা সময়ের অপেক্ষা।


আরও পড়ুন: IPL 2022 final, GT vs RR: মেগা ফাইনালে Umran-এর কোন রেকর্ড ভাঙলেন Lockie Ferguson? জেনে নিন


আরও পড়ুন: French Open 2022: স্ট্রেট সেটে হেরে বিদায় নিল Sania Mirza-Ivan Dodig জুটি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)