নিজস্ব প্রতিবেদন: কোনও রকম সৌজন্যবোধ নেই। নেই ন্যূনতম ভদ্রতাও। একেবারে চাঁচাছোলা মন্তব্য প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির। আত্মজীবনী গেম চেঞ্জার-এ প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বুম বুম আফ্রিদি। গম্ভীরের কোনও ব্যক্তিত্বই নেই বলে লিখেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, "গম্ভীর এমন আচরণ করে, যেন ও ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিশ্রণে এক অবতার৷ করাচিতে এই ধরণের মানুষজনকে আমরা 'সরিয়াল' বলি৷ আমি সাধারণভাবে হাসিখুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি৷ তারা যদি আগ্রাসী ও প্রতিযোগীমনস্ক হয়, তাতে কোনও সমস্যা নেই৷ তবে গম্ভীর কোনওভাবেই ইতিবাচক নয়৷ ওর সবটাই নেতিবাচক।"


আরও পড়ুন- রাহুল দ্রাবিড়কে গালিগালাজ করেছিলেন শ্রীসন্থ!


গম্ভীরকে দাম্ভিকও বলেছেন শাহিদ আফ্রিদি। এমনকী গম্ভীরকে ক্রিকেটের লজ্জা বলতেও পিছপা হননি এই পাক অলরাউন্ডার৷ আফ্রিদি লিখেছেন, "কিছু কিছু শত্রুতা থাকে ব্যক্তিগত, কিছু আবার পেশার৷ গম্ভীরের সঙ্গে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে৷ গম্ভীর খুব দাম্ভিক৷ ওর মানসিকতার সমস্যা চিরকালের৷ গম্ভীরের কোনও ব্যক্তিত্ব নেই৷ ও এমন একজন মানুষ, যাকে ক্রিকেটের লজ্জা বলা যায়৷ ওর রেকর্ডও তেমন কিছু নয়, সবটাই অহেতুক দম্ভ৷"