গম্ভীরের কোনও ব্যক্তিত্ব নেই, আত্মজীবনীতে বিস্ফোরক আফ্রিদি
করাচিতে এই ধরণের মানুষজনকে আমরা `সরিয়াল` বলি৷
নিজস্ব প্রতিবেদন: কোনও রকম সৌজন্যবোধ নেই। নেই ন্যূনতম ভদ্রতাও। একেবারে চাঁচাছোলা মন্তব্য প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির। আত্মজীবনী গেম চেঞ্জার-এ প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বুম বুম আফ্রিদি। গম্ভীরের কোনও ব্যক্তিত্বই নেই বলে লিখেছেন তিনি।
আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, "গম্ভীর এমন আচরণ করে, যেন ও ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিশ্রণে এক অবতার৷ করাচিতে এই ধরণের মানুষজনকে আমরা 'সরিয়াল' বলি৷ আমি সাধারণভাবে হাসিখুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি৷ তারা যদি আগ্রাসী ও প্রতিযোগীমনস্ক হয়, তাতে কোনও সমস্যা নেই৷ তবে গম্ভীর কোনওভাবেই ইতিবাচক নয়৷ ওর সবটাই নেতিবাচক।"
আরও পড়ুন- রাহুল দ্রাবিড়কে গালিগালাজ করেছিলেন শ্রীসন্থ!
গম্ভীরকে দাম্ভিকও বলেছেন শাহিদ আফ্রিদি। এমনকী গম্ভীরকে ক্রিকেটের লজ্জা বলতেও পিছপা হননি এই পাক অলরাউন্ডার৷ আফ্রিদি লিখেছেন, "কিছু কিছু শত্রুতা থাকে ব্যক্তিগত, কিছু আবার পেশার৷ গম্ভীরের সঙ্গে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে৷ গম্ভীর খুব দাম্ভিক৷ ওর মানসিকতার সমস্যা চিরকালের৷ গম্ভীরের কোনও ব্যক্তিত্ব নেই৷ ও এমন একজন মানুষ, যাকে ক্রিকেটের লজ্জা বলা যায়৷ ওর রেকর্ডও তেমন কিছু নয়, সবটাই অহেতুক দম্ভ৷"