নিজস্ব প্রতিবেদন: তাঁর কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যেটা আছে সেটা ভুয়ো, টুইটার পোস্ট করে একথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যত এটা জানাতে একপ্রকার বাধ্যই হলেন কলকাতার মহারাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাট ‘লর্ডসের লর্ড’ হলেই পাল্টে যাবে স্লোগান


কেন?



সৌরভ গাঙ্গুলির ছবি এবং নাম ব্যবহার করে এতদিন যে ইনস্টা অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় দাপাদাপি করছিল সেই অ্যাকাউন্ট জাল। সম্প্রতি ওই  জাল প্রোফাইল থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের অযাচিত পরামর্শ দেওয়ায় শুরু হয়েছিল! ভারত - ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের পরই ওই প্রোফাইলে লেখালেখি শুরু হয়। এজবাস্টনে যা হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে কী করতে হবে বিরাট ব্রিগেডকে সেই পরামর্শ দেন প্রোফাইলেন মালিক। সঙ্গে ছিল এজবাস্টনে সৌরভের তোলা একটি নিজস্বীও। 



সেখানে বলা হয়, অজিঙ্কা রাহানে, মুরলি বিজয়দের এবার আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। দলের জন্য ওদের রান করতেই হবে। এই বক্তব্য ছাড়াও ওই পোস্টে এও লেখা হয়, বারবার দল থেকে বাদ পড়লে ক্রিকেটারদের মনোবল ভেঙে যায়। সেটা হলে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়ে, আর তাতে সামগ্রিক দলের খেলাও খারাপ হয়। ম্যানেজমেন্টের এই বিষয়টি ভাবা উচিত। স্বাভাবিকভাবেই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, ওই ইনস্টা অ্যাকাউন্টটি ভুয়ো। সৌরভের নয়। 


আরও পড়ুন- আদালতে ব্যাকফুটে বেন স্টোকস, ভারতের বিরুদ্ধে বাকি সিরিজে অনিশ্চিত!


তবে প্রাক্তন ভারত অধিনায়কের ছবি-সহ বায়োডাটা দেখে এই অ্যাকাউন্টে ভিড় জমিয়েছিল পঞ্চাশ হাজারেরও বেশি অনুরাগীরা। সৌরভ গাঙ্গুলি নামের এই ইনস্টা অ্যাকাউন্টের লাইক ছিল ৫৫.৩ হাজার। এই অ্যাকাউন্টের পোস্টের উপর ভরসা করে যাতে কোনও খবর প্রকাশিত না হয়, সেজন্যও অনুরোধ করেছেন সৌরভ।