JNU কাণ্ডের নিন্দায় গৌতম গম্ভীর-ইরফান পাঠান
নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া ইরাফান পাঠান এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
রবিবারের ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর টুইট করে লেখেন, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরণের হামলা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। যে মতাদর্শই হোক না কেন, পড়ুয়াদের এভাবে আক্রমণ করা কখনই উচিত্ নয়। যে সব দুষ্কৃতীরা বিশ্ববিদ্য়ালয় চত্বরে গুন্ডামি চালিয়েছে তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত্। "
সদ্য প্রাক্তন হওয়া জাতীয় দলের অল রাউন্ডার ইরফান পাঠান জানিয়েছেন, "জেএনইউ-তে যে ঘটনা ঘটেছে তা রোজকারের ঘটনা নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঢুকে হোস্টেলের ভিতরে ঢুকে পড়়ুয়াদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। এটা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না।"
আরও পড়ুন - স্পেনে অসুস্থ ছেলের পাশে বোরহা, পরিবর্ত কি নিচ্ছে ইস্টবেঙ্গল?