খোয়াজার হাত বোলানো তো দেখলেন, দেখুন গম্ভীরের হাত বোলানো
তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। তাঁর কমার্শিয়াল ফ্লাইট চালানোর লাইসেন্সও রয়েছে। কিন্তু এসব ছাড়াও এই মুহূর্তে খবরের শিরোনামে অসি ক্রিকেটার ওসমান খোয়াজা। গত সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাইছিলেন অসি ক্রিকেটাররা। সেই জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে মেলাতেই আর এক অসি ক্রিকেটার অ্যাডাম জাম্পারের পিছনে যেভাবে হাত বোলাতে দেখা গেল খোয়াজাকে, তাতে আপনার খোয়াজা সম্পর্কে ধারণা বদলাতে বাধ্য! আর এই ছবি প্রকাশ হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে! যদিও নিজের কৃতকর্মের জন্য কোনও লজ্জাবোধ নেই খোয়াজার। ট্যুইট করে বলেছেন, `এ বাবাঃ, বুঝতেই পারিনি ক্যামেরাটা আমার পিছন দিকে ছিল!` হাসবেন না কী করবেন, নিজেই ঠিক করুন।
ওয়েব ডেস্ক: তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। তাঁর কমার্শিয়াল ফ্লাইট চালানোর লাইসেন্সও রয়েছে। কিন্তু এসব ছাড়াও এই মুহূর্তে খবরের শিরোনামে অসি ক্রিকেটার ওসমান খোয়াজা। গত সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাইছিলেন অসি ক্রিকেটাররা। সেই জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে মেলাতেই আর এক অসি ক্রিকেটার অ্যাডাম জাম্পারের পিছনে যেভাবে হাত বোলাতে দেখা গেল খোয়াজাকে, তাতে আপনার খোয়াজা সম্পর্কে ধারণা বদলাতে বাধ্য! আর এই ছবি প্রকাশ হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে! যদিও নিজের কৃতকর্মের জন্য কোনও লজ্জাবোধ নেই খোয়াজার। ট্যুইট করে বলেছেন, 'এ বাবাঃ, বুঝতেই পারিনি ক্যামেরাটা আমার পিছন দিকে ছিল!' হাসবেন না কী করবেন, নিজেই ঠিক করুন।
এমনই এক মজার কাণ্ড ঘটিয়েছিলেন ভারতের ওপেনার গৌতম গম্ভীরও। ২০১১ সালে ইংল্যান্ড ট্যুরে ইশান্তের সঙ্গে যা করলেন গৌতি! দেখুন ভিডিও-