নিজস্ব প্রতিবেদন : ৭ বছর কলকাতায় রাজত্ব করে একাদশ আইপিএলে দিল্লিতে ফিরেছেন ঘরের ছেলে গৌতম গম্ভীর। আর শুধু ফেরেননি, একেবারে স্বমহিমায়- দিল্লির দলনেতা হয়ে ফিরেছেন বলা ভাল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গম্ভীর যে দিল্লির অধিনায়ক হবে সে বিষয়টা নতুন নয়। দলের হেড কোচ রিকি পন্টিং আগেই গৌতমের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলেছিলেন। সেই মতো, বুধবার দিল্লি ফ্র্যাঞ্চাইজির সিইও হেমন্ত দুয়া, আনুষ্ঠানিকভাবে গৌতম গম্ভীরের নাম অধিনায়ক হিসেবে ঘোষনা করলেন। তিনি বলেন, গত আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার গম্ভীর। এসব ছাপিয়ে ও একজন প্রকৃত নেতা।



সাত বছর পর ফের ঘরে ফিরে অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, " আবার ডেয়ারডেভিলসদের অধিনায়ক হয়ে দারুণ লাগছে। সাত বছর অনেকটা সময়, আমি যেমন ইচ্ছেপ্রকাশ করেছিলাম তেমনই হয়েছে। সেই সঙ্গে দায়িত্ব আরও বেড়ে গেল। তবে আমাদের দল খুব ভালো। সেই সঙ্গে রিকি পন্টিংয়ের মত চ্যাম্পিয়নের সঙ্গে কাজ করাটা অবশ্যই আমাকে অধিনায়ক হিসেবে সমৃদ্ধ করবে।" 


আরও পড়ুন- আই লিগে গড়াপেটা? নাম জড়াল ইস্টবেঙ্গলের!