জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গৌতম গম্ভীর (Gautam Gambhir), ক্রিকেট কেরিয়ারে রেয়াত করেননি কোনও প্রতিপক্ষকে। মুখে হোক বা ব্য়াটে, উত্তরটা ভালোই দিতে জানেন উনি। খেলা ছাড়ার পরেও গম্ভীর একই রকম অকপট। কখনও চালিয়ে তো কখনও উড়িয়েই খেলেন। এবার দেশের জোড়া বিশ্বকাপ জয়ী ওপেনার সাফ বলে দিলেন যে, তিনি যখন কেকেআরের (KKR) ক্য়াপ্টেন ছিলেন, তখন একজন ক্রিকেটারের জন্য়ই ভয়ে কাঁপতেন তিনি। এমনকী কাটিয়েছেন নিদ্রাহীন রাতের পর রাত। আর সেই নাম ক্রিস গেইল (Chris Gayle) বা এবি ডিভিলিয়ার্স নন (AB de Villiers)। এমনকী বিরাট কোহলি (Virat Kohli) বা এমএস ধোনিও (MS Dhoni) নন। তাহলে কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | Kavya Maran: উফফফ...মালকিন! হাতের কাজ রাখুন, শুধু তাঁকে দেখুন...



আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ' দেখুন আমি শুধু একমাত্র ব্য়াটারকেই ভয়ে পেয়েছি আইপিএলে। তাঁর নাম রোহিত শর্মা। এই একমাত্র ব্য়াটারের জন্য় কাটত আমার নিদ্রাহীন রাত। কোনও ক্রিস গেইল বা এবি ডিভিলিয়ার্স নয়, শুধুই রোহিত। আমি জানতাম ওর জন্য় প্ল্য়ান এ, প্ল্য়ান বি করতে হবে। সম্ভবত প্ল্য়ান সি-ও। কারণ একবার রোহিত শুরু হয়ে গেলে, আমি মনে করি না যে, কোনও কিছু ওকে নিয়ন্ত্রণ করতে পারবে।'



ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের যে কোনও ম্য়াচের আগের দিনই নেট অনুশীলন মানে, দুই দলের খেলোয়াড়দের কাছে মন খুলে আড্ডারও এক পর্ব বটে। সেই রীতি মেনেই কেকেআর ও এমআইয়ের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে গল্পে মশগুল হয়েছিলেন। তেমনই একটি ফ্রেমে ধরা পড়েছেন রোহিত-গম্ভীর। সেই ভিডিয়ো কেকেআর শেয়ার করেছে। ওয়াংখেড়ে বরাবরই কেকেআরের শক্ত ঘাঁটি। এখনও পর্যন্ত বিগত ১৬ বছরে এখানে দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্য়ে মুম্বই জিতেছে ৯ বার। কেকেআর জিতেছে ১ বার। ঘটনাচক্রে একটি ম্য়াচও টাই হয়নি দুই দলের মধ্য়ে এই মাঠে।


আরও পড়ুন: WATCH | Suryakumar Yadav | Sunil Narine : 'ভুলে গেলেও হোটেলে দিয়ে আসব'! নারিনকে লক্ষাধিক টাকার উপহার সূর্যর


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)