ওয়েব ডেস্ক: ফের আরও একবার ভারতীয় সেনা জওয়ানদের ওপর আক্রমণের ঘটনায় সরব হলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী নাশকাতায় প্রাণ হারিয়েছেন ২৬ জন সেনা জওয়ান। ক্রিকেটার গৌতম গম্ভীর এই ঘটনার তীব্র নিন্দা যেমন করেছেন, তেমনই কড়া পদক্ষেপ গ্রহণের জন্যও আর্জি জানিয়েছেন। টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে গম্ভীর লেখেন, "ছত্তিশগড়, কাশ্মীর, নর্থ ইস্ট, এরপরও কি আমাদের আরও অ্যালার্ম বেলের প্রয়োজন, নাকি আমরা বধির রাষ্ট্রে বাস করি? আমার দেশবাসীর জীবন এত সস্তা নয়, কাউকে অবশ্যই এই ক্ষতিপূরণ চোকাতেই হবে"। 




বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) কিংবা সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স), যেখানেই ভারতীয় সেনা জওয়ানদের ওপর নক্কারজনক কোনও ঘটনা ঘটেছে, ব্যাট রেখে কলম ধরেছেন কলকাতা নাইট রাইডার্সের সেনাপতি গৌতম গম্ভীর। কয়েকদিন আগেই কাশ্মীরে সেনাদের ওপর বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন গম্ভীর। এবার সুকমার ঘটনায় আরও তীব্র প্রতিক্রিয়াই জানালেন তিনি। ('শশ্মানের নাম সুকমা', ছত্তিসগড়ে মাওবাদী হামলায় মৃত্যু ২৬ CRPF জওয়ানের )