ওয়েব ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে চার ম্যাচ সাসপেন্ড হলেন গৌতম গম্ভীর। এবছর ৬ই মার্চ ভুবনেশ্বরে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে দিল্লির কোচ ভাস্কর পিল্লাই গৌতম গম্ভীরের বিরুদ্ধে তাঁর গায়ে হাত তোলার অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে ডিডিসিএ আইনজীবী বিক্রমজিত সেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে গম্ভীরকে চারটি ঘরোয়া ম্যাচ সাসপেন্ড করল ডিডিসিএ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শ্রীলঙ্কা সফরেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চান মূরলী বিজয়


এই ঘটনার পর জল গড়ায় অনেকটাই। অবশেষে আজ সেই তদন্ত কমিটি গৌতম গম্ভীরকে দোষী সাব্যস্ত করে। শাস্তি স্বরূপ তাঁকে ৪টি ঘরোয়া ম্যাচ থেকে সাসপেন্ড করে দেওয়া হল। এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট মহলে।