Boxing Day Test : পৃথ্বী শ`কে বাদ দিয়ে কাকে নেওয়া উচিত! জানালেন Gavaskar
নিন্দুকেরা বলছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল টেস্ট সিরিজে চুনকাম হতে পারে।
নিজস্ব প্রতিবেদন- নিজস্ব প্রতিবেদন- অ্যাডিলেডের পর এবার মিশন মেলবোর্ন। অর্থাৎ বক্সিং ডে টেস্ট। নিন্দুকেরা বলছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল টেস্ট সিরিজে চুনকাম হতে পারে। অর্থাৎ, ভারতীয় দল ৪-০ তে সিরিজ হেরে দেশে ফিরতে পারে! যদিও প্রাক্তনদের অনেকেই বলছেন, তেমন সম্ভাবনা কম। ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া। সিরিজের আগামী ম্যাচগুলোতে বিরাট কোহলি থাকছেন না। পিতৃত্বকালীন ছুটিতে তিনি দেশে ফিরবেন। এরই মধ্যে মহম্মদ শামি চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সুনীল গাওয়াস্কারের মতো প্রাক্তনরা বলছেন, এখনই প্রথম একাদশে বদল না করলে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার ইতিহাস লিখে ফিরতে পারে টিম ইন্ডিয়া।
গাওয়াস্কার এদিন বলেছেন, ''মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের ক্রিকেটারদের পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামতে হবে। পজিটিভ থাকা প্রয়োজন। মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু আহমরি নয়। তাই ভারতের বোলাররা চাইলেই ফারাক গড়ে দিতে পারে। তবে আমাদেরও ফিল্ডিং নিয়ে আরেকটু চিন্তাভাবনা করা উচিত। ফিল্ড প্লেসমেন্ট নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। অ্যাডিলেডে টিম পেন ও লাবুশানে তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারত। আমরা অন্তত ১২০ রানের লিড পেতে পারতাম। কিন্তু একের পর এক ক্যাচ ফস্কে সমস্যা বেড়েছে। ওরা লিড ৫০ রানে নামিয়ে আনতে পেরেছিল।''
আরও পড়ুন- দুঃসময় চলছে Team India-র, এবার Mohammad Shami-র ব্যাপারে এল খারাপ খবর
এখানেই না থেমে সানি আরো বলেন, ''সবার আগে ভারতীয় ক্রিকেটারদের বিশ্বাস করতে হবে যে তারা টেস্ট সিরিজে ফিরতে পারে। অ্যাডিলেডে বিপর্যয়ের পর আত্মবিশ্বাসে আঘাত পাওয়াটা স্বাভাবিক। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। ক্রিকেটে সবই হতে পারে। এমনিতেই বিরাট কোহলি থাকছে না। আমার মনে হয়, কে এল রাহুলকে ফেরাতে পারলে ভাল। শুভমান গিলকে পাঁচ বা ছয় নম্বরে খেলাতে হবে। ও ভাল ফর্মে রয়েছে। পৃথ্বীর জায়গায় রাহুলকে খেলানো যেতে পারে। শুরুটা ভাল হলে সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে হয়।''