ওয়েব ডেস্ক: ফের বিতর্কে গেইল। ফের মহিলা সাংবাদিককে বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে তিনি। বেশ কিছু সময় আগে বিগ ব্যাশ চলাকালীন মহিলা সাংবাদিককে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার জন্য তাঁকে জরিমানাও দিতে হয়েছিল। এবারও তিনি এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু এবার কী বললেন তিনি?


কিছুদিন আগেই বাবা হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। বিতর্কিত মন্তব্য যেন তাঁর স্বভাবে এসে দাঁড়িয়েছে। বারবার বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি এক মহিলা সাংবাদিককে সাক্ষাত্‌কার দেওয়ার সময় তিনি বলেন, 'আমার ব্যাটটা খুব বড়। বিশ্বের মধ্যে সবথেকে বড় ব্যাট আমার। তোমার কি মনে হয়, তুমি আমার ব্যাটটা তুলতে পারবে? আমার মনে হয়, আমার ব্যাটটা তুলতে তোমার দুটো হাত লাগবে।'