বিশ্বকাপ জিততে বিশ্বজয়ীদের ভরসা বিয়ার!
এক বা দু লিটার নয়, পুরো ১৮ হাজার লিটার বিয়ার সঙ্গে এনেছে ।
নিজস্ব প্রতিবেদন : টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ধরে রাখতে ইতিমধ্যেই রাশিয়া পৌঁছে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন মুলার, ওজিলরা। কোচ জোয়াকিম লো-র পাশাপাশি নয়্যার, গোমেজ, হামেলসদের একটাই লক্ষ্য। বিশ্বকাপ জয়। আর সেই বিশ্বকাপ জয়ের জার্মানদের বড় ভরসা না কি বিয়ার?
আরও পড়ুন- বিশ্বকাপে মোরিনহোর বাজি ইউরোপের এই দল
মস্কোতে টনি ক্রুজ, টমাস মুলাররা সঙ্গে নিয়ে এসেছেন ১৮ হাজার লিটার বিয়ার, ৭০০ কেজি সসেজ এবং ৩০০ কেজি আলু। বিশ্বকাপে মাঠের লড়াইয়ের নামার আগে প্রস্তুতিতে এতটুকু খামতি রাখতে নারাজ জার্মানরা। বিশ্বজয়ী জার্মানরা তাই নিজেদের জন্য নিয়ে এসেছে বিয়ার।
আরও পড়ুন- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে 'আঙুল' বিতর্ক
এক বা দু লিটার নয়, পুরো ১৮ হাজার লিটার বিয়ার সঙ্গে এনেছে জার্মানরা। এমনকী রাশিয়া-সৌদি আরব ম্যাচ দেখতে দেখতে জার্মান ফুটবলররা সেই ছবি পোস্ট করে লিখেছেন, বার তৈরি ...
জার্মানদের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত বিয়ার। বুন্দেশলিগায় চ্যাম্পিয়ন দলকে বিয়ার সহযোগে সেলিব্রেশন করতে দেখা যায় প্রতিবছর। শীতে রাশিয়ায় বিশ্বকাপের মুকুট ধরে রাখতে জার্মানদের তাই ভরসা ১৮ হাজার লিটার বিয়ার।