নিজস্ব প্রতিবেদন: চলতি বিশ্বকাপের প্রথম অঘটন। দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি।নকআউটে যাওয়ার জন্য গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতেই হত। এই পরিস্থিতিতে একাধিকবার গোল নষ্টের সুযোগ হারায় জার্মানি। ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর অতিরিক্তি সময়ে দুটো গোল করে জার্মানির বিশ্বকাপ ট্রফি ধরে রাখার স্বপ্নে জল ঢেলে দিল এশিয়ার দল দক্ষিণ কোরিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাম্প্রতিক অতীতের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পরের বার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। সেই ধারাটা বজায় রাখল জার্মানিও। কোরিয়ার কাছে শূন্য-দুই গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জোয়াকিম লো-এর দল। 


ডু অর ডাই ম্যাচে প্রথম থেকেই কোরিয়ার গোলে আক্রমণ চালাতে থাকেন মুলাররা। কিন্তু নব্বই মিনিট পর্যন্ত বল দখলে রাখলেও গোলমুখ খুলতে পারেননি জার্মান ফুটবলাররা। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নেবে জার্মানি ঠিক তখনই ভারের সাহায্যে গোল করে সবাইকে চমকে দেয় কোরিয়া। তার কিছু পরেই আরেকটি গোল হজম করতে হয় জার্মানিকে। গোলশোধে মরিয়া জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার গোলপোস্ট ছেড়ে কোরিয়ার গোলে আক্রমণ করতে গিয়েছিলেন। পাল্টা আক্রমণে ফাঁকা গোলে আরেকটি গোল করে কোরিয়া। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় জার্মানির। উনিশো আটত্রিশের পর এই প্রথম গ্রুপ লিগ থেকে বিদায় নিল জার্মানি।


আরও পড়ুন- বঙ্গ বিজেপিকে টার্গেট দিলেন অমিত, বুথ কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ