নিজস্ব প্রতিবেদন :  রাশিয়ায় বিশ্বকাপ জয়ের দাবিদার কে ?  ফেভারিট হিসেবেই শুরু করবে মেসির আর্জেন্তিনা, গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, নেইমারের ব্রাজিল কিংবা রোনাল্ডোর পর্তুগাল। বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়ে যায় অক্টোপাস, হাতি, ভল্লুক, বেড়াল, কচ্ছপরা। রাশিয়ার বিশ্বকাপ শুরুর মাস খানেক আগেই এবারের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম নিয়ে গুঞ্জন শুরু হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফ্রান্সের ২৩ জনের বিশ্বকাপ দলে নেই লাকাজেত-মার্শিয়াল, রয়েছে আরও চমক


রাশিয়ায় বিশ্বকাপ জিতবে জার্মানি। কোনও প্রাণী নয়, এবার বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করল এক সুইস ব্যাঙ্ক। যোগ-বিয়োগ-গুন-ভাগের জটিল সমীকরণ পেরিয়ে সম্ভাব্য বিশ্বজয়ীর নাম বলে দিল সুইত্জারল্যান্ডের ব্যাঙ্ক ইউবিএস। শেষ পাঁচটি টুর্নামেন্ট, বাছাইপর্বে পারফরম্যান্স ও দলীয় শক্তির নিরিখে ইউবিএসের পরিসংখ্যান মডেলের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে জার্মানি। ইউবিএসের হিসেব অনুযায়ী বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ২৪ শতাংশ এগিয়ে জার্মানরাই। ১৯.৮ শতাংশ সম্ভবনা নিয়ে ২ নম্বরে রয়েছে ব্রাজিল। দৌড়ে তিন নম্বরে স্পেন। সম্ভবনা ১৬.১ শতাংশ।



ইউবিএস আরও জানাচ্ছে, রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড। সেই সঙ্গে রুশ সমর্থকদের জন্য সুখবর দিচ্ছে ইউবিএস- বিশ্বকাপের শেষ ষোলোতে উঠবে রাশিয়া। জার্মানি, ব্রাজিল ও স্পেনের বাইরে আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম এবং ইংল্যান্ডও বিশ্বকাপে চমক দেখাতে পারে মনে করছে ইউবিএস। তাদের মতে, বিশ্বকাপে আর্জেন্টিনা পথ বেশ কঠিন। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স সেমিফাইনালে যেতে পারে বলেও মনে করছে ইউবিএস।