নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি  (Virat Kohli) ভুলে গিয়েছেন রান কী জিনিস! 'একদা রানমেশিন' এখন রানের জন্য মরিয়া। দীর্ঘদিন বড় রানের মুখ দেখেননি কিং কোহলি। এক সময়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে রাজত্ব করা কোহলি এখন টেস্টে পাঁচ নম্বরে! বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। কোহলির ব্যাটিং নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ইংল্যান্ডে তাঁর শেষ চার ইনিংসে স্কোর ০, ২০, ৪২ ও ৭। ২০২০ সালের শুরু থেকে শেষ ১০ টেস্ট ম্যাচে বিরাটের গড় পঁচিশেরও কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohammed Siraj: সিরাজের '১-০' অঙ্গভঙ্গিতে ইংরেজদের মুখ বন্ধ! ভাইরাল ভিডিয়ো


এখন কী করা উচিত সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যনের? এটাই সবচেড়ে বড় প্রশ্ন। কার কাছে পরামর্শের জন্য যাবেন বিরাট? উত্তর দিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কর। তিনি বলেন, "বিরাটের অবিলম্বে সচিনকে ফোন করে জিজ্ঞাসা করুক যে ওর কী করা উচিত এখন! ও সেটাই করুক যেটা সচিন সিডনিতে করেছিল। ও নিজেকে বলুক যে আমি এখন কভার ড্রাইভ মারব না। কোহলি পঞ্চম থেকে সপ্তম স্টাম্পের মধ্যে আউট হচ্ছে। ২০১৪ সালে ও অফ-স্টাম্পের বাইরে আউট হয়েছিল। এটা নিয়েই আমি চিন্তিত।" এখন দেখার কোহলি ক্রিকেট ঈশ্বরকে ফোন করে নিজের সমস্যার কথা বলেন কি না!
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)