জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ম্য়াক্সওয়েল বুঝিয়ে দিলেন, কেন তাঁকে বাইশ গজ 'ম্য়াড ম্য়াক্স' নামে ডাকে! এদিন দেশের রাজধানী দেখল ম্য়াক্সওয়েলের তাণ্ডবলীলা। ৩৫ বছরের অজি ব্য়াটার ডাচ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। ৪০ বলে ১০০ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার করলেন ৯৩ বলে ১০৪ রান। জোড়া সেঞ্চুরির উপর ভর করে বিশ্বকাপে অন্যতম বড় জয়টা পেল অস্ট্রেলিয়া। কিন্তু দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেও বিরক্ত ম্যাক্সওয়েল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, BCCI: বিশ্বকাপের মাঝেই চলে এল বিরাট খবর, বেছে নেওয়া হল ভারতের নতুন হেড কোচকে


বিশ্বকাপের লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট গ্লেন ম্যাক্সওয়েল। স্টেডিয়ামের ভিতরের লেজার লাইট শো নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। ড্রিঙ্কস বিরতিতে দর্শকদের জন্য লেজার শোয়ের ব্যবস্থা করা হয়। এই সময় দু’হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন ম্যাক্সওয়েল। লাইট শো কেন তাঁর অপছন্দের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, নিজের অনুভূতি প্রকাশে পিছপা হননি ক্রিকেটার।


তিনি এই শো নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'পার্থ স্টেডিয়ামে বিগ ব্যাশ লিগ খেলার সময় এই ধরনের আলো চোখে লেগে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি মানিয়ে নিতে বেশ সময় লেগেছিল।' দর্শকদের জন্য এই শো খুব ভালো হলেও, ক্রিকেটারদের জন্য তা নয়। মাথা ধরে যাচ্ছে, খেলাই যাচ্ছে না। চোখকে স্বাভাবিক করতে অনেক সময় লেগেছিল  ভয়ঙ্কর খারাপ আইডিয়া।' 


তবে ম্যাক্সওয়েলের এই মন্তব্য়ের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার। ম্যাক্সওেয়েলের ট্যুইট শেয়ার করে অবশ্য ওয়ার্নার লেখেন, ‘আমি এই লাইট শো খুব পছন্দ করি। দারুণ পরিবেশ ছিল। পুরোটাই সমর্থকদের জন্য। এই সমর্থকদের ছাড়া আমরা যা পছন্দ করি, সেটা করা সম্ভব হবে না।’



আরও পড়ুন, Glenn Maxwell | World Cup 2023: দিল্লিতে ঐতিহাসিক মসনদ দখল, সর্বগ্রাসী গ্লেন যা করলেন তা অতীতে কেউ করেননি


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল