নিজস্ব প্রতিবেদন:  প্রয়াত  ফুটবলার ধনরাজনের পরিবারের সাহায্যার্থে অভিনব উদ্যোগ নিল আই লিগের দল গোকুলাম কেরালা এফ সি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কোঝিকোড়ে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে গোকুলাম। সেই ম্যাচে টিকিট বিক্রির সমস্ত টাকা ধনরাজনের পরিবারের হাতে তুলে দেবে কেরলের ফুটবল ক্লাবটি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৯ ডিসেম্বর পেরেন্দালমান্নায় একটি সেভেন সাইড ম্যাচে খেলতে নেমেছিলেন ধনরাজন। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৯ বছর বয়সী ধনা (কলকাতা ময়দানে পরিচিত)।


২৬ জানুয়ারি আই লিগে গোকুলাম-চার্চিল ম্যাচে কোনও কমপ্লিমেন্টারি টিকিট ছাপাবে না গোকুলাম। সাধারণ গ্যালারির জন্য ৫০ টাকা আর ভিআইপি গ্যালারির জন্য ১০০ টাকার টিকিট বরাদ্দ করা হয়েছে। আই লিগে এর আগে কোনও ক্লাবই এমন উদ্যোগ নেয়নি। গোকুলামের অভিনব উদ্যোগকে কুর্ণিশ জানাচ্ছে ফুটবলমহল।


আরও পড়ুন - NZ vs IND:অকল্যান্ডে জয় দিয়ে সিরিজ শুরু টিম ইন্ডিয়ার


গোকুলামের অভিনব উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। চার্চিল ম্যাচের দুশো কুড়িটা টিকিট কেনেন তিনি। সুনীলের কেনা টিকিট NGO-র হাতে তুলে দিচ্ছে গোকুলাম।