ওয়েব ডেস্ক: লর্ডসের বুকে নয়া ইতিহাস হয়েও হল না ভারতের। প্রথমবার মহিলা বিশ্বকাপে একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারল না ভারতীয় দল। তবে, নয়া নজিরের কারিগর হয়ে থাকলেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী।বিশ্বসেরার মঞ্চে জ্বলে উঠলেন বাংলার সোনার মেয়ে। লর্ডসের বুকে ইতিহাস গড়তে নিজের সেরাটা উজাড় করে দিলেন ঝুলন গোস্বামী। হয়তো জেতা হল না আর। কিন্তু তাঁর অবদান ভোলার নয়। বল হাতে তুলে নিলেন তিনটি মূল্যবাণ উইকেট। বলা ভাল ঝুলনের কাঁধে চেপেই ম্যাচে কামব্যাক করেছিল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হেরে গেল ভারতের মেয়েরা


একসময় ক্রিজে জমে বসেছিলেন সারা টেলর ও স্কিভার। মনে হচ্ছিল বড় রানের পথে এগোচ্ছে ইংল্যান্ড। কিন্তু ঠিক সময়ে সারা টেলর,উইলসন ও স্কিভারের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের মেরুদন্ড ভেঙে দেন ঝুলন। আসলে বিশ্বের সর্বাধিক উইকেট প্রাপকের মূল লক্ষ্যই ছিল দেশকে বিশ্বসেরা করা। শেষ পর্যন্ত পারলেন না।


আরও পড়ুন  ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কার বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস