জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল ও ক্রিকেট বিশ্বে দু'জনের নামে সুনামির ধেয়ে এসেছে। তাঁরা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও বিরাট কোহলি (Virat Kohli)। দু'জনেই সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াব্য়ক্তিত্ব। পর্তুগিজ কিংবদন্তি ও ভারতীয় ব্য়াটিং মায়েস্ত্রো আজ কিংবদন্তি। কারোর বিশেষণের কোনও দরকার নেই। সবার কাছেই সব তথ্য় একেবারে নখদর্পণে। তবে বিগত ২৫ বছরের ইতিহাসে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন রোনাল্ডো-কোহলিকেই। জানিয়ে দিল গুগল (Google)। মার্কিনি বহুজাতিক টেক কোম্পানি ও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন দিয়েছে বিগত ২৫ বঠরের 'মোস্ট সার্চড'-এর ইতিহাস। সেখানেই মাত করেছেন সিআর সেভেন ও কিং কোহলি। রোনাল্ডোর নামের সঙ্গে এখন জুড়ে গেল 'মোস্ট সার্চড অ্যাথলিট' (Most Searched Athlete) এর তকমা। অন্য়দিকে ভারতের প্রাক্তন অধিনায়ক হয়েছেন 'মোস্ট সার্চড ক্রিকেটার' (Most Searched Cricketer)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India Football Team: কাতারে মহাসংগ্রাম, দুয়ারে এশিয়ান কাপ, ৫০ জনকে বাছলেন স্টিমাচ


গুগলের জন্মলগ্ন থেকে ক্রিকেট বিশ্বের সার্চড তালিকায় সচিন তেন্ডুলকর, এমএস ধোনি ও রোহিত শর্মাদের নাম এসেছে বটে, তবে কোহলিই সবাইকে টেক্কা দিয়েছেন। রোনাল্ডোর বয়স কত? উত্তরটা ৩৮ বছর। তবে তিনি যে খেলাটা খেলছেন তা, ২৮ বছরের কোনও ফুটবলারের কাছেও স্বপ্নের মতোই। আগুনে ফর্মে আছেন সিআর সেভেন। দেশ হোক বা ক্লাব আল নাসের, রোনাল্ডোই গোলমেশিন। চলতি বছর তাঁর ৫০ গোলও করা হয়ে গেল। গত মরসুমে রোনাল্ডো আল-নাসেরে এসে কোনও ট্রফি জিততে পারেননি। তবে এবার সব হিসেব যেন সুদে-আসলে চুকিয়ে দিচ্ছেন তিনি। গত মাসে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ওরফে কিং সলমান ক্লাব কাপ দিয়েছেন তিনি। ফাইনালে জ্বলে উঠেছিলেন ৩৮ 'বছরের যুবক'। জোড়া গোল করে তাঁর ক্লাবকে দিয়েছেন প্রথমবার এই ট্রফি জয়ের স্বাদ! কাতার বিশ্বকাপের আগেই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের 'ঘরের ছেলে' ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্য়ানকে দেওয়া ৯০ মিনিটের সাক্ষাৎকারে, সরাসরি ক্লাব ও কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। ৩৭ বছরের তারকা স্ট্রাইকার সাফ জানান যে, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়াও হ্যাগের প্রতি কোনও শ্রদ্ধা নেই বলেও জানান পর্তুগিজ জাদুকর। এই সাক্ষাৎকারের প্রভাব এমনই হয় যে, ম্যান ইউ সিআর সেভেনের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলে। বিশ্বকাপের মাঝেই রোনাল্ডোর ম্যান ইউ অতীত হয়ে যায়। রোনাল্ডো এখন নতুন জীবন মানিয়ে নিয়েছেন।



সচিনের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'। সোশ্যাল মিডিয়ায় ২৫২ মিলিয়ন মানুষ ফলো করেন কোহলিকে। কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের 'এ প্লাস' ক্যাটেগরির ক্রিকেটার। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গেই কোহলি বার্ষিক ৭ কোটি টাকা উপার্জন করেন বিসিসিআই থেকে। টেস্টপিছু কোহলি ম্যাচ-ফি পান ১৫ লক্ষ টাকা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেই অঙ্কটা ৬ লক্ষ টাকা ও দেশের জার্সিতে টি-২০ ম্যাচ খেলে তিনি পান ৩ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইকন তিনি। আইপিএলের ১৪ ম্যাচের জন্য তাঁর আরসিবি-র সঙ্গে চুক্তি ১৫ কোটি টাকার। ব্ল্যু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ও স্পোর্টস কনভোর মতো সাতটি স্টার্ট-আপ ব্র্যান্ডকে এনডোর্স করেন কোহলি। তাঁর মোট ব্র্যান্ড এনডোর্সমেন্টের সংখ্যা ১৮টি। প্রতিটি বিজ্ঞাপন শ্যুট করার জন্য বার্ষিক সাড়ে সাত থেকে দশ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। বলিউড ও স্পোর্টস ইন্ডাস্ট্রি মিলিয়ে এত টাকা আর কোনও সেলেব চার্জ করেন না। ব্র্যান্ড এনডোর্স করেই কোহলির পকেটে ঢোকে ১৭৫ কোটি টাকা। কোহলির প্রিয় ক্রীড়াব্য়ক্তিত্ব কিন্তু রোনাল্ডোই। তাঁর ডাই-হার্ড ফ্য়ান ভারতীয় ক্রিকেটার। কোহলি নিজেই এই কথা বহু সাক্ষাৎকারে বলেছেন। এবার দু'জনে এলেন এক আসনে!


আরও পড়ুন: Goalkeeper Subrata Paul Retire: গ্লাভস জোড়া তুলে রাখলেন সোদপুরের মিষ্টু! ফুটবলকে গুডবাই বললেন 'স্পাইডারম্যান'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)