নিজস্ব প্রতিনিধি : চেন্নাইয়ের হয়ে আইপিএল জিতেছেন। ১৬ ম্যাচে ৪৫৫ রান করে আইপিএল শেষেও তিনি আলোচনার কেন্দ্রে। স্বাভাবিকভাবেই মহেন্দ্র সিং ধোনি এখন ফুরফুরে মেজাজে। পরিবারের সকলকে নিয়ে তিনি এখন সময় কাটাচ্ছেন নিজের ফার্ম হাউসে। আপাতত ক'টা দিনের ছুটি। এরই মাঝে ধোনির বাড়িতে বিশেষ অতিথি হাজির। কে জানেন? সুধীর গৌতম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এবার আইপিএল বেটিং কাণ্ডে নাম জড়াল বলিউড অভিনেতার


ক্রিকেট দেখেন অথচ সুধীরকে চেনেন না এমন মানুষ সংখ্যায় হয়তো খুবই কম। শচীন তেণ্ডুলকরের অন্ধ ভক্ত। ভারতীয় দলের ম্যাচ থাকলে সুধীর গ্যালারিতে থাকবেন না এমনটা সচরাচর হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা তেরঙা হাতে নিয়ে স্ট্যান্ডে হাজির থাকেন ভারতীয় দলের এই সুপারফ্যান। শত বাধা কাটিয়ে কঠিন পরিস্থিতিতেও মাঠে হাজির থেকেছেন সুধীর। ক্রিকেটের এমন ফ্যানকে তাঁর প্রাপ্য পুরস্কার না দিলে হয়! ধোনির বাড়িতে পৌঁছে বেশ কয়েকটা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করলেন সুধীর। নিচে লিখলেন, ''ক্যাপ্টেন কুলের সঙ্গে একটা স্পেশাল দিন কাটালাম। সুপার ফ্যামিলির সঙ্গে সুপার লাঞ্চ। এমএস ধোনি ও সাক্ষী দিদিকে অনেক ধন্যবাদ।''


আরও পড়ুন- ইংরেজি জ্ঞান কম, ভারতীয়দের উপর আস্থা নেই বিসিসিআইয়ের


আপাতত তিনি বিশ্রামে। ধোনি আবার মাঠে নামবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে।